ADD

Saturday, July 5, 2014

খুব সহজে Windows আপডেট বন্ধ করুন। (ঝামেলা মুক্ত হোন)

Windows নতুন করে সেট আপ দিলে প্রথম দিকে বারবার Windows আপডেট নেয়।
  • যার ফলে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়।
  • তাছাড়া PC অন-অফ হতে দেরি হয়।
  • Shutdown ঝামেলা বেশি ভুগায়।
  • তবে Windows আপডেট আপনার PC এর পারফর্ম বেটার করার জন্য নেয়।
  • তারপরও হঠাৎ হঠাৎ Windows আপডেট নিলে আমাদের অনেক ঝামেলা হয়।
নিচের ঝামেলার কিছু চিত্র দেখুন-
এজন্য আজকে আমরা কীভাবে খুব সহজে Windows আপডেট বন্ধ করা যায় তা দেখবো।

কীভাবে

  • প্রথমে আপনার কম্পিউটারে Control Panel এ প্রবেশ করুন।
  • সেখান থেকে নিচের ছবির মতো System and Security তে প্রবেশ করুন।
  • তারপর নিচের ছবির মতো Windows Update এ ক্লিক করুন।
  • তারপর নিচের ছবির মতো Change Setting এ প্রবেশ করুন।
  • সেখান থেকে Never Check for updates (Not Recommended) অপশন সিলেক্ট করে OK ক্লিক করুন।
  • ব্যস হয়ে গেলো সমাধান। এবার আপনার PC Restart দিয়ে নিন।
  • আর কখনো Windows আপডেট নিয়ে আপনাকে ঝামেলা পোহাতে হবে না।

No comments:

Post a Comment