ঘরে বসে ইন্টারনেটে আয় করার কথা খুব শোনা যায়। কিন্তু ঠিক কিভাবে শুরু
করা যায় তা অনেকেই জানেন না। শুধু এ কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে কাজ
পান না।
আগ্রহীদেরকে অনলাইনে আয় করার বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য অর্থসূচকের এ আয়োজন।
ইন্টারনেটে কাজ শুরু করার আগে ঠিক করুন কোন বিষয়ে কাজ করবেন। কারণ
অনলাইনে অনেক বিভাগে কাজ করা যায়। কিন্তু সব বিভাগেই তো আপনি কাজ করতে
পারবেন না। যে যে বিষয়ে আপনি পারদর্শী অথবা আপনি দ্রুত প্রস্তুত হতে পারবেন
সেটি বেছে নেওয়াই ভালো। তাতে সহজেই সাফল্য পাওয়া যাবে।
ডাটা এন্ট্রি, আর্টিকেল রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, এসইও ইত্যাদি বিভিন্ন
বিষয়ের ওপর কাজ করা যায়। এসব বিষয়েরও আবার বিভিন্ন বিভাগ রয়েছে। যেমনঃ
এসইওতে কাজ করা যায় বিভিন্নভাবে। আপনি ব্যাক লিংক, কী ওয়ার্ড অপটিমাইজেশন,
ইমেজ অপটিমাইজেশন, অনলাইন মার্কেটিং প্রভৃতি বিভাগে কাজ করতে পারেন।
এজন্য আপনাকে প্রথমেই বেছে নিতে হবে কোন বিষয়ে আপনি পারদর্শী। সে বিষয় দিয়েই শুরু করতে হবে।
অনলাইনে আয়ের বিষয়ে একটি কথা না বললেই নয়। এ মাধ্যমে কাজ করতে হলে
প্রথমে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। কেননা কাজ শুরু করার প্রথম থেকেই ডলার
বা টাকা আয় করতে পারবেন তা ঠিক নয়। কয়েক মাস ধরে কাজ করার পরেও নেটের বিল
নাও উঠতে পারে।
কিন্তু তাই বলে ঘাবড়ে গেলে চলবে না। অধৈর্য হবেন না । অপেক্ষা করুন, কাজ করতে থাকুন এক সময়ে সফল হতে পারবেন।
চলুন জেনে নেয়া যাক কোথা থেকে কাজ পাবেনঃ
অনলাইনে কাজ করার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে
ওডেক্স ডট কম, ৯৯ ডিজাইন, ইলেন্স ডট কম, ফ্রী ল্যান্সার ডট কম, মাইক্রো
ওয়ার্কারস ডট কম, পিপল পার আওয়ার ডট কমসহ অনেক সাইট।
কাজ করার ওয়েব সাইটের ঠিকানা :
প্রথম পর্বের পর আজ আপনাদের শিখাবো কিভাবে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে
প্রোফাইল তৈরি করতে হয়। প্রথমেই শুরু করি ওডেস্ক দিয়ে। ফ্রিল্যান্সারদের
কাছে টাকা আয়ের জন্য ওডেস্ক একটি জনপ্রিয় প্লাটফর্ম।
ওডেস্ক ছাড়াও অনেক সাইট আছে যেখান থেকে আপনি কাজ করতে পারবেন। প্রথমেই শুরু করি ওডেস্ক দিয়ে।
কিভাবে ওডেস্কের প্রোফাইল তৈরি করবেন?
প্রথমে ওডেস্ক এর এড্রেস এ যান www.odesk.com. এবার সাইন আপ করুন প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে। ইমেইলের মাধ্যমে একাউন্ট ভেরিফিকেশন করুন।
ইমেইল এড্রেস ভেরিফিকেশনের পরে শুরু
সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। প্রোফাইল তৈরী। চাকরির জন্য যেরকম আকর্ষনীয় সিভি
এর প্রয়োজন পরে ঠিক তেমনি আপনার ওডেস্ক প্রোফাইলটিও হতে হবে তেমন। কারণ
আপনি যখন কাজের জন্য আবেদন করবেন তখন আপনার প্রোফাইল দেখে বায়ার আপনাকে কাজ
দিবে।
ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এরপর ক্রিয়েট ইয়োর প্রোফাইলে (create your profile) ক্লিক করুন।

একজন ফ্রিল্যান্সারের প্রোফাইল
প্রোফালটি কমপ্লিট করবেন যেভাবে-
১. ডিসপ্লে নেইম (Display Name) ঠিক করুন
আপনি আপনার পুরো নাম অথবা শর্ট নাম
ব্যবহার করতে পারেন ডিসপ্লে নেম হিসেবে।কিন্তু শর্ট নেম দেওয়া ভালো এতে
আপনাকে খুঁজে পাওয়া সহজ হবে।
২. প্রোফাইল পিকচার এড করা
প্রোফাইল পিকচার হিসেবে প্রফেশনাল লুক আসে
এরকম প্রোফাইল পিক সিলেক্ট করুন। প্রোফাইল পিকচার দিলে আপনার একাউন্টটি
আরও বিশ্বাসযোগ্য হিসেবে গন্য হবে বায়ারদের কাছে। প্রোফাইল পিকচার আপলোড
করলে আপনার প্রোফাইল কমপ্লিটনেস ২০% বৃদ্ধি পাবে।
৩. টাইটেল সেট করা (setting your title)
টাইটেল বলতে অনেকে ভাবেন যে মিস অথবা মিঃ
অথবা মিসেস। কিন্তু ওডেস্ক এ টাইটেল এরকম না দেয়াই ভালো। টাইটেল হিসেবে
আপনি এখানে দিতে পারেন আপনি কিসে এক্সপার্ট।যেমন আমি আমার প্রোফাইলে
দিয়েছিলাম এক্সপেরিয়েন্সড আর্টিকেল রাইটার (experienced article writer)।
এভাবে আপনি যদি ডিজাইনার হন তবে দিতে পারেন এক্সপেরিয়েন্সড ডিজাইনার অথবা
ফ্রিল্যান্স ডিজাইনার।
৪. প্রোফাইল ওভারভিউ
প্রোফাইল ওভারভিউ তৈরী করুন।এখানে আপনাকে লিখতে হবে আপনার সম্পর্কে। আপনি কি পারেন, আপনার অভিজ্ঞতা কোন কোন ক্ষেত্রে।
আমার প্রোফাইল ওভারভিউতে যা লিখেছিলামঃ
“Experienced online content
developer with over 3 years of experience in Content Development for
WordPress sites, internet marketing, social media marketing, article
re-purposing, Email Marketing, Content Marketing, Guest Blogging,
WordPress Hosting and Maintenance, WordPress Customization”
৫. ইংরেজীর দক্ষতা সেট করুন
আপনি ইংরেজীতে কেমন তার লেভেল সিলেক্ট
করুন। চেষ্টা করবেন অনেস্ট থাকার। কারণ আপনার বিড থেকে, এপ্লিকেশন অথবা
প্রোফাইল থেকে এমনিতেই বায়ার বুঝতে পারবে আপনি কেমন ইংরেজী জানেন।
৬. ঘন্টায় কত টাকার কাজ করবেন ঠিক করুন
প্রতি ঘন্টায় কত টাকা কাজ করবেন এটা ঠিক
করুন। এক্ষেত্রে অন্য ওডেস্কের ইউজারদের আওয়ারলি রেট চেক করতে পারেন। আপনি
নতুন হিসেবে ৩ ডলার প্রতি ঘন্টার রেট হিসেবে দিতে পারেন।
৭. জব ক্যাটাগরী সিলেক্ট করুন
আপনি কি কাজ জানেন এর উপর ভিত্তি করে জবের ক্যাটাগরি সিলেক্ট করুন। ভয় পাবার কিছু নেই পরবর্তীতে আপনি এটা বদলাতে পারবেন।
৮. প্রোফাইলের ভিজিবিলিটি সেট করুন
প্রোফাইলের প্রাইভেসি অপশন থেকে সিলেক্ট করুন-visible to odesk users
আপনি চাইলে হাইড ও করে রাখতে পারেন।
৯. আপনার এড্রেস দিন
সঠিক এড্রেস দিয়ে লোকেশন ইনফরমেশন সেট করুন। এই ঠিকানায় আপনাকে ডলার পাঠানো হবে।
১০. সেভ করুন
সব কিছু ঠিকমত ফিল করে সেভ এবং কনটিনিউ তে (Save and continue) ক্লিক করুন।
এরপর ভিউ মাই প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইলটি একবার দেখে নিন।
No comments:
Post a Comment