উইন্ডোজ এর পাসোয়ার্ড হ্যাকিং নিয়ে অনেক টিউন ইতোমধ্যে করা হয়েছে। হাজার পধ্যতি আছে এটি করার জন্য। তবে আমরা সবসময় সেই পদ্ধতিকেই মানব যাতে কষ্ট কম হয় এবং সময় ও বাঁচে। আজ আপনাদের সেইরকম এক পদ্ধতির কথা বলব। যারা আগে থেকে জানেন তারা এড়িয়ে যান আর যারা জানেন না তারা দয়া করে দেখুন।
উইন্ডোজ এর পাসোয়ার্ড যতই কঠিন হোক আপনি সেটা ভাংতে পারবেন এখন অতি সহজেই মাত্র ২ মিনিটে। এটি করার জন্য আপনারা নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
- ১. এই কাজের জন্য প্রথমে আমাদের একটি সফটওয়্যার লাগবে। নিচের লিঙ্ক এ যেয়ে আপনার উইন্ডোজ এর ভার্সন অনুযায়ী সফটওয়্যার এর কাঙ্ক্ষিত ভার্সন ডাউনলোড করুন।
- ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
- ২. ডাউনলোড হয়ে গেলে একটা ডিস্কে ফাইলটির ইমেজ burn করুন।
- ৩. এবার যার পিসির পাসোয়ার্ড হ্যাক করতে চান সেই পিসিতে ডিস্কটি ঢুকিয়ে পিসি রিস্টার্ট দিন।
৪. সব ঠিকঠাক থাকলে নিচের মত ছবি দেখতে পাবেন।

৫. এবার enter চাপুন
৫. এবার নিচের মত ছবি দেখতে পাবেন।
৫. এবার নিচের মত ছবি দেখতে পাবেন।

৬. এবার খেয়েল করলে আপনি একটি NTLM Hash দেখতে পাবেন (under NT Hash column)। নিচের ছবির মত। এটা কপি করুন।
৭. এবার এই সাইটে গিয়ে বক্সে আপনার কপি করা NTLM Hash পেস্ট করুন এবং Crack Hashes বাটন চাপুন।
৮. ব্যাস কাজ শেষ। আপনি আপনার পাসোয়ার্ড পেয়ে গেছেন। এনজয় !!

প্রথমবার করার সময় একটু টাইম লাগতে পারে কিন্তু এর পর থেকে আপনি ২ মিনিটেই এটা করতে পারবেন। তাহলে এখন থেকেই শুরু করে দিন হ্যাকিং।
No comments:
Post a Comment