Sevida হল ব্লগার/ব্লগস্পটের জন্য অন্যতম জনপ্রিয় একটি টেমপ্লেট বা থিম। কিন্তু এটি ফ্রি তে পাওয়া যায়না। ফ্রি তে পাওয়া না গেলেও আমাদের সব ব্লগারদেরই আশা থাকে ভালো কোনপ্রিমিয়াম টেমপ্লেট দিয়ে নিজের ব্লগটি আকর্ষণীয় করে তোলা। এটি মূলত ম্যাগাজিন সম্পর্কিত ব্লগের জন্য ১০০% উপযোগী। তবে আপনি চাইলে কিংবা আপনার পছন্দ হলে আপনিও আপনার যেকোন ব্লগে Sevida প্রিমিয়াম রেসপন্সিভ টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন।
তাই আপনাদের জন্য আজ ব্লগার মারুফ নিয়ে এলো Sevida Premium Responsive ব্লগার টেমপ্লেট সম্পূর্ণ ফ্রি! থিমফরেস্ট -এ আপনাকে এর মূল্য দিতে হত গুনে গুনে $২০ ডলার। আমার কথা বিশ্বাস না হলে এখানে ক্লিক করে দেখে আসুন থিমফরেস্টে এর মূল্য কত। যাই হোক যারা টেমপ্লেটটি এখনো দেখেননি তাঁরা এখানে ক্লিক করে ডেমো দেখে আসুন।
টেমপ্লেট সম্পর্কে আপনার মন্তব্য প্রদানে কার্পণ্য বোধ করবেন না।
No comments:
Post a Comment