আপনাদের নতুন নতুন সফটওয়ারের সাথে পরিচিত করতে চাই সেই সাথে আমার সফটওয়ারের ঝুলিটাও ভারি করতে চাই । আশা করি আমার দেয়া সকল সফটওয়ারই কারও না কারও উপকারে এসেছে এবং কখনও বা আসবে । আমি কিছুদিন আগে আপনাদের কাছে নতুন Internet Download Manager এর নতুন ভার্সন সম্পর্কে । কিন্তু অনেকেই বলেছিলেন ভাইরাস আছে তাই আমি সাথে সাথেই সেটা ডিলেট করে দিয়েছিলাম । কিন্তু আজ আপনাদের এর নতুন ভার্সন 5.18 build 3 নিয়ে লিখতে বসলাম । আমরা প্রায় সবাই Internet Download Manager ব্যবহার করে থাকি যা আমাদের প্যাচ বা ক্র্যাক দিয়ে ব্যবহার করতে হয় । কিন্তু আজ থেকে এটি পোর্টেবলভাবে ইউজ করতে পারবেন । কোন সিরিয়াল,ক্র্যাক,কেজেন ছাড়াই ইউজ করতে পারবেন যার ফলে আপনার কম্পিউটারে ভাইরাস ছড়ানোর ভয় আর থাকবে না ।

এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।
No comments:
Post a Comment