আমরা সাধারনত যেসকল Antivirus ব্যবহার করি সেগুলি মুলত নির্দিষ্ট কতগুলি ভাইরাস রিমুভ করতে পারে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভাইরাস ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে ,যা আমাদের পিসিতে থাকা Antivirus ১০০% ধরতে পারেনা। তাই এসকল নিত্য-নতুন ভাইরাস থেকে রক্ষা পেতে আমাদের অবশ্যই এই (Spyware Doctor) সফটওয়ারটি ব্যবহার করতে হবে। এটির সবচেয়ে বড় গুন হচ্ছে, ভাইরাস রিমুভ করার সাথে সাথে ভাইরাসের কারনে পিসির যে ক্ষতি হয় তা ঠিক করে দেয় ।
সফটওয়ারটির মূল্য 1pc ১৩ ডলার এবং 2pc ২৯.৯৫ ডলার (http://www.pctools.com/spyware-doctor/purchase/)। ভয় পাবেন না অনেক কষ্ট করে আপনাদের জন্য ফ্রি ব্যাবস্হা করেছি ।
এবারও Hotfile এ দিয়েছি । তাই বলে ভয় পাবেননা । কষ্ট হলেও ডাউনলোড করুন, তাতে আপনারই লাভ হবে । ()
- ডাউনলোডের পর ফাইলটি Extract করবেন ।
- এতে Usear manual পাবেন, এটি আগে ভালোভাবে পরবেন ।
- "sdsetup" ফাইলটি Install দিবেন । Install সময় "automatically run updates" uncheck করে দিবেন।
- তারপর Next দিবেন ।
- এরপরও আপডেট নিলে Updet cancel দিবেন,
- তারপর Install শেষ হলে "smart update" ক্লিক করবেন।
- আপডেট শেষ হলে পিসি Restart দিবেন তারপর নেটের সংযোগ বন্ধ করে জিপ ফাইলের Updet ফাইলটি কপি করে সি ড্রাইভের progrem+ Spyware Doctor এ পেস্ট করবেন।
- সফটওয়ারটি চালু করবেন এবং registeration করবেন। ইউজার নেম এবং সিরিয়াল নোটপ্যাডএ দেয়া আছে ।
এবার স্কান দিন এবং খেলা দেখুন ।
No comments:
Post a Comment