বন্ধু যে জাতের হোক না কেন এবার বন্ধুত্ব হবেই। বন্ধুত্ব স্থাপনে এবার
আর কোন বাধা হতে পারবে না ভাষা এবং আপনাকেও আয়ত্ত করতে হবে না অন্য কোন
ভাষা। কারণ এবার ভিডিও চ্যাটিং অ্যাপস স্কাইপে নিজেই অনুবাদ করে দিবে
আপনাদের কথা। অর্থাৎ আপনি কথা বলবেন আপনার ভাষায় আর আপনার বন্ধু শুনবে তার
ভাষায়। সম্প্রতি স্কাইপের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সুবিধা দেওয়ার ঘোষণা
দেওয়া হয়েছে। খবর জি নিউজের।
স্কাইপে জানিয়েছে, কথোপকথনের সময়ে মাইক্রোসফটের ট্রান্সলেটর এই অনুবাদের
কাজটি করে দিবে। তবে প্রাথমিকভাবে উইন্ডোজ এইটের বিটা অ্যাপ হিসাবে পাওয়া
যাবে এই ট্রান্সলেটর।
মাইক্রোসফট জানিয়েছে, দশ বছর ধরে এই ধরনের অনুবাদের চেষ্টা চালানো
হচ্ছে। ২০১২ সালে মাইক্রোসফটের গবেষণা বিভাগের প্রধান রিচ রিশদ প্রথমবার
ম্যান্ডারিন থেকে ইংরেজি সফল অনুবাদ করে দেখান।
স্কাইপে জানিয়েছে, আপাতত বিনামূল্যে মিলছে না এই সুবিধা। বন্ধুত্ব যখন
বাড়াতে চান তখন এই পথে তো একটু গচ্ছা দিতে হবে। তবে সেটা কত সে সম্পর্কে
কিছু জানা যায়নি।
No comments:
Post a Comment