মাঝে
মাঝে শুনা যায় আমার তথ্য অমুক প্রতিষ্ঠান হাতিয়ে নিচ্ছে, তমুক হারিয়ে
যাচ্ছে। আমরা চাইলে কিন্তু এর থেকে নিজেকে বাচিয়ে রাখতে পারি। চলুন বিষয়টি
নিয়ে আলোচনা করা যাক। মজিলা ফায়ারফক্স অপেন করি। Privacy তারপর Tools থেকে Option এ যাই।
সেখান থেকে Privacy তে ক্লিক করি। এই পেজটিতে tell websites I do not want
to be tracked নামে একটি ব্যাপার আছে। এটিতে টিক মার্ক করে দিই। এরপর OK
দিই। এখন আর আপনাকে কেউ track করতে পারবে না। অর্থ্যাৎ আপনার কোন তথ্য আর track করতে পারবে না।
No comments:
Post a Comment