অসতর্ক অবস্থায় আপনার প্রিয় ফোনটি পানিতে পড়ে গেল। আপনি খুব চিন্তিত
তাড়াহুড়া করে সার্ভিসিং করার জন্য দোকানে নিয়ে যেয়ে অযথা টাকা খরচ করার
কোনো মানে হয় না। তবে কারো টাকা পয়সা বেশি হলে অথবা তিনি আলসে ধরনের লোক
হলে তার জন্য অন্য কথা। আর আপনি যদি পরিশ্রমী হন অথবা অপচয়কারী না হন তাহলে
আপনাকে কিছু প্রাথমিক টিপস আমলে নিতে হবে।
যাযা করবেন…
১. সর্ব প্রথম মোবাইলের বেটারি খুলে ফেলতে হবে
২. সিম এবং মেমোরি কার্ড খুলে ফেলুন
৩. শুকনা কাপড় বা টিস্যু দিয়ে পানি মুছে ফেলুন সম্ভব হলে ফোনের স্ক্রু খুলে পানি মুছুন
এর পর কড়া রোদে শুকিয়ে নিন
৪. যে পর্যন্ত নিশ্চিত না হবেন যে
পানি পুরোপুরি শুকিয়ে কটকটা হয়ে গেছে ততক্ষণ ভুলেও দুটি কাজ করবেন না তা
হলো ব্যাটারি লাগাবেন না চার্জে দিবেন না এবং চালু করার চেষ্টা করবেন না
৫. যদি রোদের আলো না পান তাহলে
100w বাল্ব এর নিচে দিয়ে শুকাতে পারেন এ ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে
বাল্ব থেকে মোবাইল টি এমন দূরত্বে রাখতে হবে যেন মোবাইল বাল্ব এর তাপে গলে
না যায় এবং যাতে পানিও শুকায়
৬. যখন নিশ্চিত হবেন যে পানি পুরোপুরি শুকিয়ে কটকটা হয়ে গেছে কেবল তখন ব্যাটারি লাগিয়ে দেখবেন মোবাইল ঠিক হয়েছে কিনা
৭. যদি চালু হওর পর অসাভাবিক কিছু
দেখায় তখন আবার রোদে দিন। তার পরেও যদি ঠিক না হয় তাহলে ব্যাটারী খুলে
রাখুন এবং নিকটস্থ সার্ভিসিং এর দোকানে নিয়ে যান
৮. আর যদি চালু না হয় তাহলে অন্য
একটি ব্যাটারি দিয়ে চেক করুন যদি তাতেও চালু না হয় তাহলে ব্যাটারী খুলে
রাখুন এবং নিকটস্থ সার্ভিসিং এর দোকানে নিয়ে যান।
No comments:
Post a Comment