ADD

Tuesday, July 1, 2014

বাংলাদেশি টরেন্ট – আনলিমিটেড স্পিডে ফাইল শেয়ারিং: টরেন্ট আপলোড করার পদ্ধতি

আজকে আমরা দেখব কিভাবে টরেন্ট আপলোড করতে হয়। কেননা অনেক নতুন ইউজাররা কিভাবে টরেন্ট আপলোড করতে হয় জানেন না।
বাংলাদেশে অনেক টরেন্ট সাইট আছে। এখানে যে সাইটটি নিয়ে লিখব তার লিঙ্কঃ http://www.amartorrent.tk/ । Smile/BDCOM, ISPROS, LINK3 ইত্যাদি ISP এর ইউজাররা এই সাইট থেকে মিনিমাম 250 KBPS থেকে over 2 MBPS স্পিডে ফাইল ডাউনলোড করতে পারবেন। আর BDIX এর অন্তর্ভুক্ত যেসব BROADBAND ISP এই স্পিড পাবেন তার লিঙ্ক এই সাইট থেকে জেনে নিনঃ http://www.bdix.net/member_list.htm
্রথমেই আমার টরেন্ট এ লগ ইন করুন। অ্যাকাউন্ট না থাকলে রেজিস্ট্রেশান করুন।
প্র
ন করার পর Upload এ ক্লিক করুন। এখন Torrent File থেকে Choose File বাটনে ক্লিক করুন। একটি ওপেন ডায়লগ বক্স আসবে, সেখান থেকে আপনি যে ফাইল বা ফোল্ডারটি আপলোড করবেন তার .torrent ফাইলটি সিলেক্ট করতে হবে। এর আগে .torrent ফাইলটি বিটটরেন্ট ক্লায়েন্ট যেমন, bittorrent, utorrent ইত্যাদি দ্বারা তৈরি করতে হবে। এখ
লগ
ইন .torrent ফাইলটি তৈরি করতে হলে বিটটরেন্ট ক্লায়েন্ট যেমন, bittorrent, utorrent ওপেন করুন। এরপর File > Create New Torrent এ ক্লিক করার পর একটি ডায়লগ বক্স আসবে। সেখান থেকে Select Source এ যে ফাইল বা ফোল্ডার শেয়ার করবেন তার জন্য যথাক্রমে Add file বা Add directory তে ক্লিক করে ফাইল বা ফোল্ডার টা সিলেক্ট করে দিন। এরপর Trackers: এ আমারটরেন্ট এর tracker লিঙ্ক http://www.amartorrent.tk/announce.php বসিয়ে দিন। (আর আমারটরেন্ট সাইট Auto Announce সাপোর্ট করে, অর্থাৎ অন্য টরেন্ট সাইট এ .torrent ফাইলটি upload পেজ এ দিয়ে দিলেই হবে, নতুন করে bittorrent/utorrent এ .torrent ফাইল তৈরি করতে হবে না।) এরপর Start Seeding এবং Private torrent এ টিক দিয়ে Create and Save as.. এ ক্লিক করুন এবং .torrent ফাইলটি সেভ করুন। এই .torrent টি মূলত আপলোড পেজ এ Choose করতে হয়।
এরপর Category থেকে আপনার টরেন্টের ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। অর্থাৎ হলিউড মুভির BluRay Rip হলে English BDRip/BRRip, উইন্ডোজের সফটওয়্যার হলে Apps Win, ইত্যাদি।
এরপর File Name থেকে আপনার টরেন্টের ফাইলের নাম এখানে লিখতে হবে।
বা ভিডিও আপলোড করলে তার IMDB ইনফো, লিঙ্ক, Media Info, ভিডিও quality জানার জন্য screen shot, সফটওয়্যার/গেমস এর ক্ষেত্রে ইন্সটল পদ্ধতি ইত্যাদি দিতে হবে। Screenshot Upload করতে হলে Imageshack Uploader দিয়ে ইমেজ আপলোড
Description এ আপনার টরেন্টের কিছু ইনফর্মেশন লিখতে হবে। যেমন, মুভি করে লিঙ্ক Description এ দিতে পারেন। অথবা, এখানে TinyPic Plugin বাটনে ক্লিক করেও সরাসরি ইমেজ আপলোড করা যায়।
লোড করে নিন। এরপর .torrent ফাইলটি ওপেন করে yes বাটনে ক্লিক করুন।
সবকিছু ঠিকমতো করার পর নিচে send বাটনে ক্লিক করুন। এরপর পরবর্তী পেজ এ download এ ক্লিক করে .torrent ফাইলটি ডাউ ন
 
রেন্ট ঠিকমতো seed হচ্ছে কিনা তা সাইটে গিয়ে দেখুন।
েন্ট আপলোড প্রক্রিয়াটি জটিল ও কঠিন মনে হলেও, কয়েকবার আপলোড করলে সবকিছু সহজ মনে হবে।
ট রে

No comments:

Post a Comment