ADD

Saturday, July 5, 2014

আপনার নামে প্রিয় দলের জার্সি থাকবে না তা হয়। এবার নিজেই তৈরি করুন আপনার নামে সুন্দর সুন্দর সব ডিজাইনের জার্সি

ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ এ আপনার প্রিয় দল কোনটি?
যেটাই হোক, সেই দলের জার্সি আপনার থাকবে না তা হয়!!
এবার আপনি নিজেই তৈরি করুন প্রিয় দলের সেই জার্সি, যা আপনি মনে মনে খুঁজছিলেন।

পদ্ধতি

  • প্রথমে এই লিংকে যান।
  • তারপর আপনার প্রিয় দেশ সিলেক্ট করুন।
  • তারপর নিচের ছবির মতো পেজে-
NAME এর জায়গায় আপনার নাম, বা যার নামে জার্সি তৈরি করতে চান তার নাম লিখুন। তারপর CHANGE এ ক্লিক করুন।
  • জার্সির নাম্বারের জায়গায় আপনার পছন্দের ডিজিটটি দিন। তারপর CHANGE এ ক্লিক করুন।
  • দেখবেন আপনার নামে জার্সি তৈরি হয়ে গেছে।
  • এবার ডাউনলোড থেকে জার্সিটি আপনার পিসিতে ডাউনলোড করে নিন।
  • নিচের ছবির মতো।
  • নিচের অপশন গুলোও ব্যবহার করতে পারেন, আপনার প্রয়োজন মতো। সব গুলো অপশন ব্যবহার করে আপনি ভিন্ন ভিন্ন স্টাইলের সুন্দর সুন্দর জার্সি তৈরি করতে পারবেন।
কোন সমস্যা হলে আমাকে জানাবেন।
এখানে আরও একটা লেখা দেখুন
ধন্যবাদ সবাইকে।

No comments:

Post a Comment