ADD

Sunday, June 29, 2014

জুমলা ওয়েব সাইটের ইমেইল কনফিগারেশন।

আমি জুমলা দিয়ে একটি ওয়েব সাইট তৈরী করতেছি। ওয়েব সাইটটির সাজানোর কাজ মোটামোটি শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমি ওয়েব সাইটটি তৈরীর সম্পুর্ন ধারনা পেয়েছি টেকটিউনস থেকে এবং টেকটিউনসে যারা টিউন করে থাকেন তাদের ওয়েব সাইটগুলো থেকে। জুমলা সাইটে কিভাবে ইমেইল কনফিগারেশন করতে হয় এ সংক্রান্ত কয়েকটি টিউন ও আমি পড়েছি । আমি google এ info@technobeach.com নামে ইমেইল আইডি চালু করেছি। কিন্তু এই ইমেইল আইডি দিয়ে আমি নিম্নোক্ত ভাবে ইমেইল কনিফিগারেশন করার পরও আমার সাইট থেকে কোন ইমেইল যায় না বা আসে না। সাইটটির উপরে মেইন মেন্যুতে ডান পাশের কন্টাক্ট মেন্যুর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে অথবা ফরগেট পাসওয়ার্ড বা ফরগেট ইউজার নেম এর মাধ্যমে হারানো পাসওয়ার্ড রিসেট বা ইউজারনেম এর জন্য আবেদন করলে দেখায় SMTP Error! Could not connect to SMTP host.
আমি কিভাবে MX record যুক্ত করেছি তার একটি স্ক্রীনশট নিচে দিলাম
আমার সাইটের এডমিনিস্ট্রেটিভ প্যানেলের গ্লোবাল কনফিগারেশনে কিভাবে ইমেইল কনফিগার করেছি তার স্ক্রীনশটটি নিচে দেখুন।
সাইটটির ঠিকানা http://www.technobeach.com
সম্মানিত ও অভিজ্ঞ টিউনারগন যেন সহজে সমস্যাটি বুঝতে পারেন তার জন্য আমার সাইটটির উপরে মেইন মেন্যুতে ডানপাশে কন্টাক্ট মেন্যু যোগ করে দিয়েছি যেটি ব্যবহার করলে আপনি সমস্যাটি দেখতে পাবেন।

No comments:

Post a Comment