ADD

Saturday, June 28, 2014

ট্যাগ নিয়ে টানাহেঁচড়া নয়


ট্যাগ শব্দটা শুনলে প্রথমেই যে ওয়েবসাইটের কথা মনে পড়ে, তাহলো ফেসবুক৷ সামাজিক যোগাযোগের এ মাধ্যমে ট্যাগ নিয়ে কাণ্ডকীর্তির যেন শেষ নেই৷ বারবার ট্যাগ করায় ত্যক্ত-বিরক্ত হয়ে শেষমেশ বন্ধুত্ব ত্যাগের ঘটনাও ঘটছে৷ ছবিতে নিজের চেহারা থাকুক আর নাই থাকুক, ‘অমুক’ আপনাকে পাঁচটা ছবিতে ট্যাগ করেছেন, ব্যাপারটা পছন্দ করেন না অনেকেই৷ এ অবস্থায় কিছু ব্যবস্থা অবশ্য নেওয়া যায় ফেসবুকে৷

ফেসবুক ট্যাগিং সেটিংসে প্রবেশ করতে হলে যেকোনো পেজে গিয়ে ওপরে ডান পাশে থাকা নিচের দিকের তীর চিহ্নিত আইকনে ক্লিক করে Settings অপশনে ক্লিক করতে হবে৷ তারপর বাঁয়ের Timeline and Tagging বাছাই করে ডানে থাকা Review posts friends tag you in before they appear on your timeline? অপশনটির ডানে পেনসিল আইকনের পাশে Edit-এ ক্লিক করতে হবে। সেখান থেকে Enable করে দিতে হবে এটি৷ মনে রাখতে হবে, এই সেটিংস সক্রিয় করলে কেবল নিজের টাইমলাইনে সেগুলো প্রকাশ পাবে কি পাবে না, তা রিভিউ করা যাবে৷ কিন্তু ফেসবুকের অন্য কোনো জায়গাতেও এটি প্রকাশ পেতে পারে৷

একই পেজের একটু নিচে Who can see posts you’ve been tagged in on your timeline? নামে আরেকটি অপশন আছে৷ এর ডানে Edit অপশনে ক্লিক করে Only Me অপশনটি নির্বাচন করলে অন্যের ট্যাগ করা যেকোনো কিছু কেবল নিজেই দেখতে পাবেন৷ নিজের প্রোফাইলটি অন্যেরা কীভাবে দেখতে পাচ্ছেন, এ ব্যাপারে মনে কোনো সন্দেহ থাকলে সেটাও এই পেজ থেকে জানা যাবে৷ Review what other people see on your timeline অপশনের View As–এ ক্লিক করে পাবলিক আকারে বা নির্দিষ্ট ব্যক্তির নাম দিয়েও নিজের টাইমলাইন দেখা যাবে৷

No comments:

Post a Comment