ADD

Saturday, June 28, 2014

অনলাইনে খুঁজুন যে কাউকে


একটু অন্যভাবে খোঁজ করা: আপনি যাঁকে খুঁজছেন, তিনি হয়তো বর্তমানে একজন ব্যবসায়ী বা কোনো প্রতিষ্ঠানে কাজ করেন অথবা কোনো সংগঠনের সঙ্গে জড়িত। সে ক্ষেত্রে ব্যবসা বা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকতে পারে। এ তথ্যটা জানা থাকলে কোনো ওয়েবসাইটের মালিককে খুঁজে পাওয়া সম্ভব। সম্ভাব্য ওয়েবসাইটে গিয়ে যদি কোনো ব্যক্তিগত মেইল বা যোগাযোগ নম্বর না পান, তাহলে আপনি who.is এবং whois.net ঠিকানার ওয়েবসাইট থেকে সেসব জানার চেষ্টা করতে পারেন। সাইটের শুধু ডোমেইন নামটি অথবা আইপি ঠিকানা জেনে সেটি ডোমেইন সার্চ বক্সে লিখে সন্ধান করলে নাম, ঠিকানা, টেলিফোন নম্বরসহ বিভিন্ন তথ্য দেখা যাবে, যদি না নিবন্ধনকারী সেটি জনসম্মুখে প্রকাশের েক্ষত্রে সুরক্ষিত করে রাখেন। আর এসব তথ্য যদি প্রকাশ্যই থাকে, তাহলে নিবন্ধনকারীর সঙ্গে সরাসরি যোগাযোগ করলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এ ছাড়া কিছু অনলাইন সেবা আছে, যা ইন্টারনেট থেকে শুধু মানুষের তথ্যই খোঁজ করে। ব্যক্তি খোঁজার এ কাজটি করা যাবে (www.pipl.com) অথবা (www.123people.com) ওয়েবসাইটে। সাইটে গিয়ে ব্যক্তির নাম, মেইল ঠিকানা, ইউজার নেম বা ফোন নাম্বার—এমন কোনো একটি তথ্য এবং ব্যক্তির লোকেশন লিখে সার্চ দিলে অনেক ঘাঁটাঘাঁটি করে তথ্য খুঁজে বের করে আনে, যা প্রচলিত সার্চ ইঞ্জিনে তেমনটা নাও হতে পারে।

এখানে খোঁজাখুঁজির সবটাই করা হয়েছে যাঁকে খোঁজ করছেন, তিনি অনলাইনে কোনো না কোনোভাবে ছিলেন বা বর্তমানে এখনো নিয়মিত একজন ইন্টারনেট ব্যবহারকারী। বাস্তব কথা চিন্তা করলে, কাঙ্ক্ষিত ব্যক্তিটি যদি সরাসরি অনলাইনের সঙ্গে সম্পৃক্ত না থাকেন বা তাঁকে নিয়ে ইন্টারনেটে কোনো ধরনের তথ্য না থাকে, সে ক্ষেত্রে তাঁকে অনলাইনে খুঁজে বের করাটা কঠিনই। আর যাঁরা নিয়মিত অনলাইন ব্যবহারকারী, তাঁদের খোঁজ পাওয়ার সম্ভাবনাটা যেমন অনেক বেশি, তেমনি প্রতিনিয়তই আমাদের অনলাইন গতিবিধির ফুট প্রিন্ট বা চিহ্ন বিশাল ওয়েব জগতের কোথাও না কোথাও থেকেই যায়। তাই একটু ভালোভাবে খুঁজলেই পেয়ে যেতে পারেন আপনার প্রত্যাশিত মানুষের সন্ধান। 

No comments:

Post a Comment