ADD

Saturday, June 28, 2014

উইন্ডোজ প্রোগ্রাম বন্ধ রাখতে চাইলে


উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম বা সফটওয়্যার চালানো বন্ধ রাখতে চাইলে দুভাবে সেটা করা যায়। প্রথমটি হলো সফটওয়্যার রেস্ট্রিকশন পলিসি, যা উইন্ডোজ এক্সপি, ভিসতা এবং উইন্ডোজ ৭ বা ৮-এ কাজ করে। অপরটি হলো অ্যাপলকার পলিসি, যা কেবল উইন্ডোজ ৭-এর আলটিমেট ও এন্টারপ্রাইজ সংস্করণে কাজ করবে। তাই কোনো সফটওয়্যার রাখার জন্য সফটওয়্যার রেস্ট্রিকশন পলিসি ব্যবহার করাটাই হবে তুলনামূলক সহজ।

যেমন একজন চাইছেন না তাঁর কম্পিউটারে সলিটেয়ার নামে উইন্ডোজের নিজস্ব গেমটি কেউ খেলতে পারুক৷ এটি করতে চাইলে Windows Key+R চেপে রান চালু করুন। বক্সে gpedit.msc লিখে এন্টার চাপুন। তখন লোকাল গ্রুপ পলিসি এডিটর চালু হবে। এখান থেকে Computer ConfigurationWindows SettingsSecurity Settings নোডে যান। তারপর Software Restriction Policy নোডে ডান ক্লিক করে New Software Restriction Policy অপশনটি বাছাই করুন। এখানে Additional Rules নোডে ডান ক্লিক করে New Path Rules নির্বাচন করলে একটি ডায়ালগ বক্স আসবে। এবার ব্রাউজ বোতামে ক্লিক করে অ্যাপলিকেশনটির অবস্থান দেখিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে কম্পিউটারের সিস্টেম ড্রাইভ (সাধারণত C: ড্রাইভ)-এ গিয়ে Program FilesMicrosoft GamesSolitaire ফোল্ডার অবস্থান থেকে Solitaire.exe ফাইলে দুই ক্লিক করুন। তারপর Create বোতামে ক্লিক করে কোনো ডায়ালগ বক্স এলে Yes চাপুন। গ্রুপ পলিসি এডিটরটি বন্ধ করে কম্পিউটার রিস্টার্ট দিন। এবার Solitaire গেমটি চালিয়ে দেখুন, সেটি আর কাজ করবে না। নিয়মটি বাতিল করতে চাইলে যথারীতি গ্রুপ পলিসির সেই অবস্থানে গিয়ে নতুন তৈরি করা পলিসিটি মুছে দিন।

No comments:

Post a Comment