ADD

Saturday, June 28, 2014

একসঙ্গে একাধিক লেখা কপি–পেস্ট


কম্পিউটারে সাধারণত কোনো লেখা কপি করলে একবারে শুধু একটি লেখা কপি করা যায়। কিন্তু কখনো কাজের খাতিরে একসঙ্গে আলাদা আলাদা একাধিক লাইন বা শব্দ কপি করার দরকার হতে পারে৷ কিন্তু এখন চাইলেই আপনি এ কাজটা করতে পারবেন৷ এ জন্য ভালো হয় ক্লিপএক্স সফটওয়্যার।

ক্লিপএক্স ব্যবহার করে একসঙ্গে সর্বোচ্চ এক হাজার ২৪টি লেখা কপি করে প্রয়োজনে সেগুলোকে আলাদা আলাদাভাবে পেস্ট করতে পারবেন। এ জন্য (http://bluemars.org/clipx) ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি কম্পিউটারে নামিয়ে নিয়ে ইনস্টল করুন৷ ইনস্টল হওয়ার পর উইন্ডোজের টাস্ক ম্যানেজার থেকে সফটওয়্যারটিতে ডান ক্লিক করে Configure চাপুন। General-এর Remember the last ঘরে একসঙ্গে কতগুলো লেখা কপি করতে চান, সে সংখ্যাটি লিখে OK করুন৷ এবার যে লেখাগুলো কপি করতে চান, সেগুলোকে নির্বাচন করে পর্যায়ক্রমে Ctrl + C চেপে একে একে কপি করে নিন। এবার এমএস অফিস বা লেখালেখির যেকোনো সফটওয়্যার চালু করে Ctrl + Shift + Insert চাপুন। যতগুলো লাইন বা শব্দ কপি করেছিলেন, সেটির তালিকা এখানে চলে আসবে এবং প্রয়োজনমতো সেগুলো নির্বাচন করে ব্যবহার করতে পারবেন।

No comments:

Post a Comment