ভার্চুয়াল জগতের অনেকটাই এখন ফেসবুকের দখলে। বন্ধুবান্ধব, আত্মীয় বা
সহকর্মী, ছোট কি বড় সবার সঙ্গে ডিজিটাল যোগাযোগের এক অবিচ্ছেদ্য
অনুষঙ্গ। ফেসবুকে তো অনেক কিছুই করা হয়। তার পরও ফেসবুকের কিছু বিষয় আছে,
যেগুলো সম্ভবত অনেকেরই জানা নেই।
ইনবক্স: ফেসবুকে
বার্তা চালাচালি কমবেশি সবাই করেন। ইনবক্স ভর্তি থাকে ব্যক্তিগত বার্তায়।
অনেকেরই হয়তো খেয়াল নেই Other নামে একটি ইনবক্স ফোল্ডার আছে। সেখানে গেলে
দেখা যাবে অনেক বার্তাই জমে, যেগুলো আদৌ পড়াই হয়নি। ফেসবুকে যাদের
সঙ্গে সরাসরি যোগাযোগ নেই, তাদের বার্তা জমা হয় এখানে।
অ্যাকাউন্ট:
অনুমতি ছাড়া আরও কেউ আপনার ফেসবুক ব্যবহার করছে? জানার উপায় হলো, ফেসবুক
সেটিংসের সিকিউরিটি অপশনে গিয়ে ডানে থাকা Where You’re logged in নামে
লিংক ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ডেস্কটপ এবং মোবাইল থেকে সক্রিয়
থাকা ফেসবুকে লগ-ইন সংক্রান্ত তথ্য দেখা যাবে। নিজের কম্পিউটার বা মোবাইল
ফোন বাদে অন্য কোথাও থেকে ফেসবুকে লগ-ইন করার পর ভুলে গেলে এই সেটিংসে
গিয়ে End Activity-এ ক্লিক করে সেটা বাতিল করা যাবে।
ইন্টারেস্ট:
নিজের প্রিয় কিছুর তালিকা বা ইন্টারেস্ট তালিকা ফেসবুকে একটু কমই প্রচলিত।
এটাকে আসলে বলা যায় টুইটার তালিকার ফেসবুক সংস্করণ। তালিকায় ঢুকতে হলে
ফেসবুকের মূল পাতায় গিয়ে বাঁয়ের কলাম থেকে Interests লিংকে ক্লিক করতে হবে।
নতুন পেইজ এলে +Add Interests বোতাম চেপে নিজের পছন্দের অথবা অন্যদের
পাবলিক আকারে থাকা প্রিয় তালিকা যুক্ত করতে পারবেন।
নিজের ইতিহাস:
ফেসবুকে থাকা নিজের পুরো ইতিহাসটাই এখান থেকে জানা যাবে। এমনকি কার সঙ্গে
সম্পর্ক বা রিলেশনশিপ রয়েছে সেটাও দেখা যাবে। এ জন্য যেতে হবে (www.facebook.com/us) ঠিকানায়।
ফাইল চালাচালি:
ফেসবুকের চ্যাট উইন্ডোতে গেলে ছোট একটা সেটিংস আইকন দেখা যাবে। এটিতে
ক্লিক করলে Add Files নামে একটি অপশন পাবেন। এর মাধ্যমে নিজের কম্পিউটার
থেকে সরাসরি ফাইল পাঠানো যাবে। যাকে পাঠাবেন তাকে শুধু পাঠানো ফাইলের
লিংকটিতে ক্লিক করতে হবে।
ইমোটিকন: ভাচুর্য়াল জগতে
নিজের অভিব্যক্তি বোঝাতেই মোটিকনের বিকল্প নেই। এমন কয়েকটি ইমোটিকন: (y)
= থাম্বস-আপলাইক, (^^^) = সাদা হাঙ্গর, :|] = রোবট, :poop: = জানেনই তো,
<(“) = পেঙ্গুইন।
No comments:
Post a Comment