ওয়েবে বিচরণ করতে গিয়ে কত কত লেখা যে চোখে পড়ে, তার ইয়ত্তা নেই। কিন্তু
চমৎকার চমৎকার এসব লেখা পড়ার যথেষ্ট সময় কই? তাই ইচ্ছা থাকলেও সময়ের অভাবে
তাৎক্ষণিকভাবে এমন আকর্ষণীয় নিবন্ধ, ব্লগ, সংবাদ বা তথ্য যেমন আর পড়া হয়ে
ওঠে না, তেমনি পরে এগুলো আর খোঁজেও পাওয়া সম্ভব হয় না। এর একটা সহজ
সমাধান আছে।
বিনা মূল্যে ব্যবহার করা যায় এমন একটি অ্যাপলিকেশন আছে,
যেটি কম্পিউটার বা মোবাইল যন্ত্র সবকিছুতেই কাজ করে। যেসব লেখা মনে হয়েছে
যে পড়া দরকার অথচ এখন সময় নেই বলে পড়তে পারছেন না, সেগুলো এক ক্লিকে
এখানে যুক্ত করে নিলে পরে যেকোনো সময় সেটা পড়ে নিতে পারবেন। টাইল আকারে
নিজস্ব ধরনের তালিকা অনুযায়ী লেখাগুলো সাজানো থাকবে ছবিসহ। এমনকি
ইন্টারনেট সংযোগ না থাকলেও সেগুলো পড়তে পারবেন। এ জন্য অবশ্য ইন্টারনেট
সংযোগ থাকা অবস্থায়ই অ্যাপলিকেশনটির সেটিংয়ে গিয়ে তালিকাটি নামিয়ে রাখার
ব্যবস্থা করতে হবে। তার আগে অ্যাপলিকেশনটি ব্যবহার করার জন্য তাদের সাইটে
নিবন্ধন করতে হবে।
ওয়েবসাইট দেখার সফটওয়্যার মজিলা ফায়ারফক্স ব্রাউজারের জন্য পকেট নামের ছোট প্রোগ্রাম বা অ্যাড-অনটি পাবেন http://goo.gl/ISo5Oc ঠিকানায় গিয়ে, আর গুগল ক্রোমের জন্য পাবেন http://goo.gl/oE5RvH
ঠিকানায়। ব্রাউজার এক্সটেনশনটি যুক্ত করার পর কোনো একটি ওয়েবসাইটের পেজে
গিয়ে যেকোনো পোস্ট বা লেখা খুলে ব্রাউজারের ওপরে ডান দিকে থাকা পকেট
চিহ্নিত আইকনে ক্লিক করলে সেটি নিজের অ্যাকাউন্টে পড়ার তালিকায় যুক্ত হবে।
এভাবে একের পর এক জমিয়ে রাখা যাবে পছন্দের লেখা। অফলাইনে পড়ার জন্য পকেট
আইকনটির পাশেই আরেকটি পকেটের সেটিং আইকনে ক্লিক করে তা করা যাবে।
অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশনটি নামানো যাবে http://goo.gl/pK5B1s ঠিকানা থেকে।
No comments:
Post a Comment