ADD

Friday, August 2, 2013

উইন্ডোজ আটের টিপস (Windows 8 Tips)

উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের নানা ধরনের সহজ সুবিধা রয়েছে, যা প্রয়োগের মাধ্যমে দ্রুত কম্পিউটার ব্যবহার করা সম্ভব। এজন্য কিছু বিষয় প্রয়োগ করলেই চলে। 

দ্রুত চালু হবে ডেস্কটপ অ্যাপস: উইন্ডোজ ৮-এর ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত চালু করা যায়। আগের মতো উইন্ডোজ ৮-এ যেকোনো প্রোগ্রাম চালু হতে সময় একটি বেশি নিয়ে থাকে। এ জন্য কম্পিউটার চালু হতেও সময় লাগে বেশি। চালু হওয়ার (বুট) সময় কমিয়ে নিন Win Key+R চেপে রান চালু করুন। এখানে REGEDIT লিখে এন্টার করুন। 

এবার HKEY^CURRENT^USER>Software>Microsoft>Windows>CurrentVersion>Explorer>Serialize খুঁজে নিন (Serialize না থাকলে নতুন করে তৈরি করুন)।  By Click Right Button of Mouse  New> DWORDValue গিয়ে StartupDelayInMSec নামে একটি কি-ওয়ার্ড বানিয়ে নিন। এবার StartupDelayInMSec দুই ক্লিক করে খুলে Value ঘরে 0 লিখে OK করুন। যদি আগে থেকেই এটি সেট করা থাকে, তাহলে ভ্যালু হিসেবে 0 লিখে দিন। কম্পিউটার আবার চালু করুন। এখন দেখবেন ডেস্কটপের যেকোনো অ্যাপস দ্রুত চালু হবে। 

উইন্ডোজ ৭-এর স্টার্ট মেনু ফিরিয়ে আনুন: উইন্ডোজ ৮-এর নতুন স্টার্ট মেনু পছন্দ হচ্ছে না? যদি উইন্ডোজ ৭-এর স্টার্ট মেনু ফিরিয়ে আনতে চান, তাহলে ক্লাসিক শেল সফটওয়্যার ব্যবহার করে সহজে কাজটি করতে পারবেন। এটি পাওয়া যাবে www.classicshell.net ঠিকানা। এটি ইনস্টল করলে উইন্ডোজ ৭-এর স্ট্যান্ডার্ড স্টার্ট মেনুর যাবতীয় সুবিধা পাবেন।

Windows 8 operating system has the advantage of simple types, which can be accessed through the computer. We have implemented some of the game.

On the desktop apps in Windows 8 -'s desktop can be launched quickly applicatation priority. Restore Windows 8 - at more than one program at a time to be there. It takes time for the computer to run more hateo. Start (boot) the lowering of the Win Key + R and press Start. Here you enter REGEDIT. The HKEY ^CURRENT^USER>Software>Microsoft>Windows> CurrentVersion> Explorer> Serialize Find (Serialize does not create any new). Pressing the left mouse New> DWORD Value and StartupDelayInMSec a key - Make sure Word. Click to open the Value of the StartupDelayInMSec 0, then click OK. If it is already set, enter 0 as the value. Turn on the computer again. To see any desktop apps will run faster.

Windows 7 - Restore the Start Menu in Windows 8 - the new Start menu is like? If Windows 7 - want to restore the Start menu, then uses the classic shell software, you can easily do. It can be found in the www.classicshell.net. If you install it in Windows 7 - the standard Start menu, you will find all the facilities.

No comments:

Post a Comment