কম্পিউটারের প্রয়োজনীয় নানা অংশের মধ্যে অন্যতম কি-বোর্ড। কি-বোর্ডে থাকা নানা ধরনের বোতামের রয়েছে ভিন্ন ভিন্ন কাজ। একেবারে ওপরের সারিতে যে বোতামগুলো আছে, সেগুলো বাঁ দিক থেকে শুরু হয়েছে F1 দিয়ে। শেষ হয়েছে F12 দিয়ে। এগুলো ফাংশন কি। প্রায় প্রতিটি সফটওয়্যারে এগুলোর বিশেষ কিছু কাজ রয়েছে। তাই জানানো হচ্ছে এখানে।
F1
এই ফাংশন কি উইন্ডোজের সব জায়গায় হেল্প মেনু হিসেবে কাজ করে থাকে। আপনি যদি কোনো প্রোগ্রামে কাজ করতে গিয়ে হঠাৎ কোনো অংশের কাজ না পারেন বা কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, তাহলে F1 চাপলে সেই প্রোগ্রামের সাহায্যে পর্দায় চালু হয়ে যাবে। হেল্প দেখে সেই বিষয় শিখে নিতে পারবেন। SHIFT + F1 চাপলে সংবেদনশীল সাহায্য সেবা বিন্যাস আকারে প্রকাশ পাবে। CTRL + ALT + F1 চাপলে মাইক্রোসফট সিস্টেম তথ্য দেখা যাবে।
F2
এটি ব্যবহার করে যেকোনো ফাইল, ফোল্ডারের নাম বদলানো (রিনেম) যায়। যেকোনো ফোল্ডার নির্বাচন করে F2 চাপলে সেই ফোল্ডারের নামবদলের সুযোগ পাবেন। ওয়ার্ডে এই ফাংশন কির কিছু উল্লেখযোগ্য ব্যবহার রয়েছে। Alt + Ctrl + F2 চাপলে পুরোনো ডকুমেন্ট ফাইল খোলা যাবে। Ctrl + F2 চেপে প্রিন্ট নমুনা (প্রিভিউ) দেখা যাবে। ALT + SHIFT + F2 চাপলে ফাইল সেভ করা যাবে। SHIFT + F2 চেপে লেখা কপি করা যাবে। F2 কি চেপে কোনো কোনো মাদারবোর্ডের বায়োস সেটাপে ঢোকা যায়।
F3
কম্পিউটারে কাজ করার সময় কোনো তথ্য খুঁজে নিতে হলে F3 চাপতে হবে। এমএস-ডসের নির্দেশনা আবার দেখানোর কাজে F3 ব্যবহার হয়। মাইক্রোসফট ওয়ার্ডে লেখা নির্বাচন করে Shift + F3 কি চাপলে নির্বাচিত অংশের লেখা ছোট হাতের থেকে বড় হাতের লেখায় পরিণত হবে।
F4
ওয়েবসাইট দেখার সফটওয়্যার ইন্টারনেট এক্সপ্লোরার চালু করে F4 চাপলে ওয়েব ঠিকানা লেখার জায়গায় হিস্ট্রি (সাম্প্রতিক সময়ে দেখা ওয়েবসাইটের তালিকা) দেখাবে। ALT + F4 চাপলে উইন্ডোজে চালু থাকা যেকোনো প্রোগ্রাম বন্ধ করা যাবে। মাইক্রোসফট ওয়ার্ডে F4 কি চাপলে সর্বশেষ কাজ পুনরায় হবে (আনডু)। SHIFT + F4 চাপলে Find or Go To কাজ করবে। CTRL + F4 চাপলে চালু থাকা ডকুমেন্টসের উইন্ডো বন্ধ হবে।
F5
এটি চাপলে চালু থাকা উইন্ডোজ রিফ্রেশ হবে। ইন্টারনেট দেখার সফটওয়্যারে F5 চাপলে ওয়েবসাইটের ওই পাতা আবার আসবে (লোড হবে)। পাওয়ার পয়েন্টে F5 চেপে স্লাইডশো দেখা যায়। ওয়ার্ডে F5 কি চাপলে Find and replace window চালু হবে। SHIFT + F5 চেপে আগের রিভিশনে ফিরে যাওয়া যায়। CTRL + SHIFT + F5 চাপলে Bookmarks সম্পাদন করা যাবে। ALT + F5 চাপলে ওয়ার্ড প্রোগ্রাম বন্ধ হবে।
F6
এই কি চাপলে কারসর ইন্টারনেট ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেস বার) চলে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডে CTRL + F6 কি চাপলে চালু থাকা সব ডকুমেন্টকে পর্যায়ক্রমে দেখাবে। Ctrl + Shift + F6 চাপলে আরেকটি ওয়ার্ড ডকুমেন্ট চালু হবে।
F7
উইন্ডোজে এই কির খুব বেশি কাজ নেই। তবে মাইক্রোসফট ওয়ার্ডে SHIFT + F7 কি চাপলে এর অভিধান থেকে সমার্থক শব্দ খুঁজে নেওয়া যাবে।
F8
উইন্ডোজ চালু হওয়ার সময় এই কি চাপলে উইন্ডোজ সেফ মুডে কাজ শুরু করবে। ওয়ার্ডে Shift + F8 চাপলে নির্বাচিত অংশকে সংকোচন করা যায়। ALT + F8 চাপলে ম্যাক্রো চালু হবে।
F9
এটি চাপলে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের আওয়াজ (ভলিউম) বাড়ানো যায়। ওয়ার্ডে CTRL + F9 কি চাপলে ফাঁকা ক্ষেত্র তৈরি হবে।
F10
এটি চাপলে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের ভলিউম কমানো যায়। F10 চাপলে অধিকাংশ প্রোগ্রামের মেনু বার দেখায়। যেকোনো ফোল্ডার নির্বাচন করে Shift + F10 চাপলে শর্টকাট মেনু দেখাবে।
F11
যেকোনো ইন্টারনেট ওয়েব ব্রাউজারে F11 চাপলে সেটি পর্দাজুড়ে (ফুলস্ক্রিন) দেখাবে। মাইক্রোসফট এক্সেলে Shift + F11 চাপলে নতুন স্প্রেডশিট খোলা যাবে। CTRL + F11 চাপলে নতুন ম্যাক্রো ওয়ার্ডবুকে যোগ হবে।
F12
অভ্র বাংলা কি-বোর্ড বাংলা/ইংরেজি লেখা যাবে F12 কি চেপে। মাইক্রোসফট ওয়ার্ডে Ctrl + Shift + F12 কি চেপে যেকোনো ডকুমেন্টস প্রিন্ট করা যাবে। Shift + F12 কি চাপলে ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা যাবে।
One of the parts of a computer keyboard -. What is the - button on the board in the different types of jobs. The buttons on the top row are, from left to them is to start with F1. Ended with F12. These function keys. Almost every software they are working on something special. So here is the.
F1
This function works as the Windows Help menu in all places. If you are a part of a program of work that I can not work or need any help, then pressing F1 will launch the program on the screen. Help the things I can learn. Press SHIFT + F1-sensitive help in the form of service to the layout. Press CTRL + ALT + F1 can be seen in the Microsoft system information.
F2
It uses any file, folder and change (rename) the. Select any folder by pressing F2 will allow the folder name change became official. Using this function, we have some significant work. Pressing Alt + Ctrl + F2 to open the old document files can. A sample of the print by pressing Ctrl + F2 (preview) can be seen. You can press ALT + SHIFT + F2 to save the file. You can copy text by pressing SHIFT + F2. Pressing the F2 key to get into a motherboard BIOS can setape.
F3
If you take the time to work out any information on your computer, press F3 to be. MS - dasera in order to show that F3 is used. Microsoft Word, select the text and press Shift + F3 key parts of the text to be turned into lowercase to uppercase text.
F4
Internet Explorer on the website for the software and pressing F4 to enter the web address of History (list of recently visited sites) shows. Press ALT + F4 to run any program in Windows can be closed. Microsoft Word, pressing the F4 key will work again (undo). Find or Go To press SHIFT + F4 will not work. Documents will be going to press CTRL + F4 to close the window.
F5
When it is running Windows refresh. Internet viewing software for the Web page again by pressing F5 (Load). Power point can be seen in the slideshow by pressing F5. Word Find and replace window will start pressing the F5 key. Press SHIFT + F5 to go back to the previous ribboned. Bookmarks can be edited, pressing CTRL + SHIFT + F5. It will be pressing ALT + F5 to stop the program.
F6
Cars Internet browser address line, pressing this key area (address bar) will go away. Microsoft Word pressing CTRL + F6 key will operate all phases of the document. Another pressing Ctrl + Shift + F6 Word document is opened.
F7
On Windows, this key does not work too. If you press SHIFT + F7 Microsoft Word's dictionary to find the words to be synonymous.
F8
This is the time to let Windows run Windows Safe mode will not work. Word portion of the compression can be selected, pressing Shift + F8. Press ALT + F8 to run the macro to be.
F9
This is the sound of pressing the Windows Media Player (volume) can be increased. Blank fields will be created in Word, pressing CTRL + F9 key.
F10
It can reduce the volume, pressing the Windows Media Player. The program shows the menu bar, pressing F10. Select any folder by pressing Shift + F10 Display the shortcut menu.
F11
Any Internet web browsers, pressing the F11 full-screen (phulaskrina) show. You can press Shift + F11 to open a new spreadsheet in Microsoft Excel. Oyardabuke pressing CTRL + F11 will add new macros.
F12
Bengali Avro keyboard - Bengali / English can press F12 key. Microsoft Word by pressing Ctrl + Shift + F12 key can be used to print any documents. You can press Shift + F12 to save the Word document.
No comments:
Post a Comment