ভুল করে কম্পিউটার থেকে কোনো তথ্য (ডেটা) বা দরকারি ফাইলের কিছু মুছে (ডিলিট) ফেললে, কোনো কারণে হার্ডডিস্ক ড্রাইভ ফরম্যাট হয়ে গেলে তথ্য ফিরে পেতে বেশ বেগ পেতে হয়। তবে চাইলে হারানো যেকোনো দরকারি তথ্য, ফাইল নিমিষেই ফিরে পাওয়া যায় ওয়ান্ডার শেয়ার ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করে। এই সফটওয়্যার দিয়ে একই সঙ্গে রিমুভাল ডিস্কের (পেনড্রাইভ, মেমরি কার্ড) তথ্যও কিছুটা পুনরুদ্ধার করা যায়। তবে হার্ডডিস্ক বা রিমুভাল ড্রাইভের হারানো তথ্য মোছার পর ওই ড্রাইভে নতুন কোনো তথ্য রাখা না হলে সেটি সহজেই ফিরে পাওয়া যাবে।
www.wondershare.com/data-recovery ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি নামিয়ে নিন। এট বিনা মূল্যে পাওয়া যায় না। তাই এর সর্বোচ্চ ব্যবহারের জন্য এটি কিনে নিয়ে ব্যবহার করতে পারেন। এখনই কিনতে না চাইলে Free Trail সংস্করণ নামিয়ে নিন। নামানোর পর কাজ হবে ইনস্টল করা। তারপর সফটওয়্যারটি চালু করুন। ওয়েলকাম উইন্ডোতে Next চাপুন। What sort of file ... to recover থেকে যে ফরম্যাটের ফাইল পুনরুদ্ধার করতে চান সেটি ঠিক করে দেন। সব ফাইল একসঙ্গে চাইলে All files নির্বাচন করে Next চাপুন। এরপর Where your files lost-এ যেখান থেকে তথ্য হারিয়ে গেছে, সেই অবস্থান নির্বাচন করে দিতে হবে। উত্তর যদি মেমরি কার্ড বা পেনড্রাইভ হয় তাহলে External Removal devices নির্বাচন করুন। নির্দিষ্ট ড্রাইভ থেকে হলে In specified location থেকে সেই ড্রাইভ নির্বাচন করে Next চাপুন।
এরপর এখানে Deep Scan এবং Raw File Recovery নামে দুটি অপশন থাকবে। সাধারণত Raw File Recovery সেবাটি শুধু নিবন্ধিত (কেনা) সফটওয়্যারে থাকে। Deep Scan নির্বাচন করলে ফরম্যাট হওয়া নির্দিষ্ট ড্রাইভের ফাইল পুনরুদ্ধার করবে। অপর দিকে Raw File Recovery নির্বাচন করলে বিভিন্ন কারণে মুছে যাওয়া ফাইল ফিরে আনা যাবে। এই দুটির যেকোনোটি না নির্বাচন করেও শুধু Start চাপলে সাম্প্রতিক মুছে যাওয়া ফাইল খুঁজে নেওয়া যাবে। স্ক্যান শেষে হারিয়ে যাওয়া ফাইলের তালিকা দেখাবে। এবার যে যে ফাইল দরকার, সেটি নির্বাচন করে Recover চেপে যে ড্রাইভে থেকে পুনরুদ্ধার হলো সেটি বাদে অন্য যেকোনো ড্রাইভ নির্বাচন করে সেসব তথ্য সংরক্ষণ করে নিতে পারবেন।
The computer is an information (data) or delete some necessary files (delete) when, for any reason, the drive was formatted to get the data back is to get the velocity. However, the loss of any important data, files, wonder share data recovery software to get back nimisei use. Removal of this software with the same disk (pen drive, memory card) data recovery can be somewhat. Removal of the hard disk drive or loss of data after deleting the drive if you do not keep any information about it can be found easily return.
www.wondershare.com / data-recovery software from the website is down. Et al are not free. I bought it for its maximum use. Free Trail version if you do not buy one here. The work will be installed on the server. Then run the software. Welcome window, click Next. What sort of file ... The format of the file you want to restore to recover just said. All files you want to select all the files together and press Next. Where your files lost-at which the data is lost, the location should be selected. If the memory card or pen drive, then select External Removal devices. In specified location if a specific drive, select the drive and press Next.
Then there will be two options in the Deep Scan and Raw File Recovery. The Raw File Recovery service and registered (purchased) software is. Deep Scan is selected format will be a fixed drive file recovery. On the other hand, if the Raw File Recovery can be a variety of reasons to bring back deleted files. Do not select any of these levels without pressing the Start recently deleted files can not be found. Scan the list of missing files. I need that file, select it and press the Recover is a recovery from the hard drive without using any other drive that can store data.
No comments:
Post a Comment