ADD

Friday, August 2, 2013

মৃত্যুর পরও পাশে থাকবে গুগল (After the death of Google)


মৃত্যুর পর সহায়-সম্পত্তির কী হবে এ ভাবনা যুগ যুগ ধরেই প্রায় সব মানুষের৷ এ যুগে ছবি, ব্যক্তিগত তথ্য, ই-মেইল ঠিকানা - এসবও খুব গুরুত্বপূর্ণ সম্পদ৷ তাই মৃত্যুর পর এসবেরও একটা হাল করে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে গুগল৷

টাকা-পয়সা যাঁর নেই, তাঁর কষ্ট হয়তো অনেক, তবে ‘কার জন্য রেখে যাবো, মরে গেলে কে পাবে'- এসব নিয়ে ভেবে হয়রান হওয়ার যন্ত্রণা অন্তত তাঁর নেই৷ যাঁদের আছে তাঁরা আগেভাগেই দলিল, ‘পাওয়ার অফ অ্যাটর্নি' আরো কত কী করে যান৷ গুগলও এবার সেই ব্যবস্থা করছে৷ তাদের ‘ইন্যাক্টিভ অ্যাকাউন্ট ম্যানেজার'-এর মাধ্যমে মানুষ চাইলে গুগল ড্রাইভ, জিমেইল, ইউটিউব বা গুগল প্লাস থেকে নিজের সমস্ত ছবি এবং গুরুত্বপূর্ণ তথ্য কারো জন্য রেখে যেতে পারবে৷

খুব সহজেই হয়ে যাবে কাজটা৷ আগে শুধু ঠিক করতে হবে মৃত্যুর পর কাকে দিতে চান এই অধিকার৷ সে অনুযায়ী গুগলকে জানালেই হলো৷ অবশ্য কেউ তো মৃত্যুর ঠিক আগে গুগলকে বলতে পারবেনা, ‘আমি এক মিনিট পর মারা যাচ্ছি', তাই জানাতে হবে আপনার অ্যাকাউন্ট আপনি টানা কতদিন ব্যবহার না করলে গুগল আপনাকে ‘প্রয়াত' ধরে নিয়ে কাজ শুরু করতে পারে৷ ছয় মাস বলুন, বা ছয় বছর- যেদিন আপনার স্থির করা সময়সীমা শেষ হবে তার পরের দিনই আপনার ইচ্ছে মতো ছবি আর তথ্য চলে যাবে নির্ধারিত ব্যক্তি বা ব্যক্তিদের অ্যাকাউন্টে৷

কেউ যদি মৃত্যুর পর অ্যাকাউন্টই না রাখতে চান, তাই হবে, নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে গুগলই বন্ধ করে দেবে অ্যাকাউন্ট৷ সেটাও ভালো, কী বলেন! অ্যাকাউন্ট ‘হ্যাক করে' আজকাল যা সব করা হচ্ছে তা দেখে কে চাইবে মৃত্যুর পরও বাজে কিছু লোকের কাছে নিজের মান-সম্মান রেখে যেতে? 

After the death of help - will be a key asset in existence for nearly all of the thinking of the era of the era. Era in the picture, personal information, e - mail address - esabao very important resource., So that the system is up after the death of a esaberao Google.


- Money to whom, and the trouble hayato many, however, for whom the yabo, kick it out to be - these are just harassing the trouble of being at least his no. Those in the front of the deed, power of attorney,'s more of what is. Google It is the system. their 'inyaktibha Account Manager' - the people you want to drive, Gmail, YouTube and Google Plus for anyone to own all the pictures and information that you can leave.

Very easy to get a good job. Before it will fix after the death of whom want to give up this right. Then the Google janalei disconnected., However, that he died just before the Google I can not, 'I have one minute later died from that, I will let you know in your account, you pulled a long time use Unless you Google 'late' work could start over. ask for six months, or six years - the day of your deadline will be set for the next day you can also set up like picture of the person or persons account information.

If you do not want someone to death ayakauntai, so will wait until the specified time, the account will be closed gugalai. Things like this, what do you think! Account 'Hacks' This is what it's all I want to do after the death of the men's own values ​​- respect for leave?

No comments:

Post a Comment