বহনযোগ্য হওয়ায় অনেকেই এখন ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করেন। নিয়মিত যত্ন নিলে ল্যাপটপ অনেক দিন ভালো থাকে। কয়েকটি বিষয় লক্ষ রাখলেই আপনার ল্যাপটপকে ভালো রাখতে পারেন।
1. ব্যাটারিতে সরাসরি বৈদ্যুতিক সংযোগ ছাড়া ল্যাপটপ চালানোর সময় পর্দার ঔজ্জ্বল্য কমিয়ে রাখুন।
2. সরাসরি সূর্যের আলোতে ল্যাপটপ ব্যবহার করবেন না। কারণ, এতে আপনার ল্যাপটপ খুব দ্রুত গরম হয়ে যেকোনো ধরনের ক্ষতি হতে পারে।
3. প্রসেসরের ওপর চাপ কমাতে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করে দিন।
4. ব্যাটারির কানেক্টরের সংযোগস্থল মাঝেমধ্যে পরিষ্কার করুন।
5. কাজ শেষে বিদ্যুৎ সংযোগ থেকে প্লাগ খুলে রাখুন।
6. দরকারি উইন্ডো ট্যাবগুলো ছাড়া অন্য ট্যাবগুলো মিনিমাইজ অথবা বন্ধ করে রাখুন।
7. সব সময় হার্ডডিস্ক থেকে মুভি ও গান চালানোর চেষ্টা করবেন। ল্যাপটপের সিডি/ডিভিডি-রম ড্রাইভের ওপর চাপ কমিয়ে দিন।
8. এয়ার ভেনটিলেটরের পথ খোলা রাখবেন এবং সহজে বাতাস চলাচল করে এমন স্থানে ল্যাপটপ রেখে কাজ করবেন। সম্ভব হলে কুলার ব্যবহার করতে পারেন, এতে বাতাস বের হয় এবং ল্যাপটপ ঠান্ডা থাকে।
9. শাটডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ব্যবহার করতে পারেন।
10. প্রয়োজন ছাড়া ব্লু-টুথ ও ওয়াই-ফাই সুবিধা বন্ধ রাখুন।
11. সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানোর চেষ্টা করুন, তাহলে ব্যাটারি সচল থাকবে।
12. অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল থেকে বিরত থাকুন এবং অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে দিন।
Many people are now using a portable laptop computer. Taking care of the laptop is much better. Some of the issues might better be able to keep your lyapatapake.
1. Direct electrical connection to the battery to run the laptop without the leave of the screen resolutions.
2. Do not use the laptop in direct sun light. However, it is very fast your laptop is hot can damage any kind.
3. Turn off unnecessary programs to reduce pressure on the processor.
4. Kanektarera occasionally clean the battery connector.
5. Put the plug in the open end of the connection.
6. Tyabagulo necessary to minimize or close the window tyabagulo place.
7. Movie and music from the hard drive will try to run all the time. Laptop CD / DVD - ROM drive of the day.
8. Air bhenatiletarera way that is open and easily ventilated to keep the laptop in place that will work. If possible, you can use the stock, it is the cold air out and the laptop.
9. You can use hibernate instead of shutdown options.
10. Without the need Blue - Bluetooth and Wi - Fi facility to leave.
11. Two to three days a week and try to run the laptop with the battery, the battery is running.
12. Refrain from unnecessary and unwanted software installed, please uninstall the software.
No comments:
Post a Comment