ADD

Tuesday, August 20, 2013

নতুনদের জন্য অনলাইনে আয়ের ক্ষেত্রে পরামর্শ (For starters, the best advice online)


ঘরে বসেও অনলাইনে আয় করা যায়। ওডেস্ক, ফ্রিল্যান্সার, ইল্যান্সের মতো অনলাইন মার্কেপ্লেসে কাজ করছেন বাংলাদেশের অনেক ফ্রিল্যানসার। নতুন ফ্রিল্যান্সারদের জন্য অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা বেশ কিছু পরামর্শ দিয়েছেন।

১. থাকতে হবে কাজের দক্ষতা, উদ্যোগ, ধৈর্য, অনলাইন উপস্থিতি, পেশাদারিত্ব, মনোযোগ।

২. ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে, কাজের বর্ণনা বুঝতে হবে, সামাজিক যোগাযোগে দক্ষতা থাকতে হবে।

৩. দ্রুত গতির ইন্টারনেট সংযোগ, ভালো মানের কম্পিউটার থাকতে হবে। কাজের পরিবেশ থাকতে হবে।

৪. কাজের মনস্থির করে প্রথমেই খুলতে হবে অ্যাকাউন্ট। শক্ত পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভালোভাবে তৈরি করতে হবে।

৫. নিজের প্রোফাইলটিকে সুন্দর করে সাজানো দরকার সবার আগে। প্রোফাইলে নিজের কাজের দক্ষতা উল্লেখ করতে হবে।

৬. প্রোফাইল তৈরির পর টাকা ধৈর্য ধরে বিড করতে হবে। 

৭. দক্ষতার জন্য পরীক্ষা দেওয়া যায় এবং তাতে ভালো স্কোর কাজ পেতে সাহায্য করবে।

৮. আপনার পছন্দের কাজে জন্য বিড করতে পারেন। বিড করার জন্য বায়ারের চাওয়া দক্ষতাগুলো তুলে ধরতে পারলে কাজ পাওয়া সহজ।


In such places can earn online. ODesk, Freelancer, lance-like online markeplese're doing a lot of the phrilyanasara. Phrilyansarara has experienced some advice for the new phrilyansaradera.

1. You must have the skills, initiative, patience, online presence, professionalism, attention.

The. English communication skills, must be understood to describe the work of social communication skills must.

3. Quick-speed Internet connection, the computer must be of good quality. Work environment should be.

4. Decide who will be the first to open the account. Account with a strong password must be created as well.

5. I need to rearrange your profile in the first. I do not have the skills profile.

6. After creating a profile of the patient will be able to bid.

7. Skills can be tested for, and the best score will help you get the job.

8. You can bid for your favorite work. Bayarera sought to highlight those skills in order to bid for the work is easy to find.


রাতে যাতে ভালো ঘুম হয় ! (It is so good to sleep!)


১. শরীর স্বাভাবিক রাখার জন্য ৭ থেকে ৮ ঘণ্টা সুনিদ্রা প্রয়োজন। কেউ যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে না পারেন, তবে তা ক্ষুধাবর্ধক হরমোন নিঃসরণ বাড়িয়ে দেয়। এতে আমাদের ক্ষুধা বেড়ে যায়। আমরা বারবার এবং অতিরিক্ত খাবার গ্রহণ করে থাকি। এভাবে নিদ্রাহীনতা আমাদের স্থূলতা বাড়িয়ে দেয়।

২. ঘুমের ব্যাঘাত শরীরকে স্থূল করতে সহায়তা করে। ধীরে ধীরে কোমরের চর্বি বাড়িয়ে দেয়। ঘুমের ধরনে হঠাৎ পরিবর্তন আমাদের মস্তিষ্কের সক্রিয়তাকে পাল্টে দেয়, দেহকে জাগিয়ে তুলে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণের দিকে। 

৩. অনিয়মিত ঘুম শরীরের বিভিন্ন হরমোন নিঃসরণ অস্বাভাবিক করে তোলে। সারাদিন দেহ অবসন্ন থাকে, কোনো কাজে মনোযোগের ঘাটতি দেখা দেয়। তাছাড়া ঘুমের ব্যাঘাত হলে মানুষের মধ্যে উচ্চ শর্করাযুক্ত খাবার গ্রহণের প্রবণতা লক্ষ্য করা যায়। আবার অনেকে রাতের শিফটে কাজ করার দরুনও ঘুমের ব্যাঘাত হয়। এতে ডায়াবেটিসের ঝুঁকিও বেড়ে যায়। 

তাই রাতে যাতে ভালো ঘুম হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।
১. ঠিক সময়ে ঘুমানোর নিয়ম করুন।
২. শারীরিক পরিশ্রম যেমন : ব্যায়াম বা অন্যান্য পরিশ্রম করুন।
৩. চা কফি বা ক্যাফেইনযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
৪. রাতের খাবার আগেভাগে সেরে নিন।
৫. রাতে পেট ফাটিয়ে খাবেন না।
৬. ধূমপান বর্জন করুন।
৭. মদ্য পান করবেন না।
৮. ঘুমানোর আগে ১ ঘন্টা বই পড়ুন।
৯. পোষা প্রাণি নিয়ে বিছানায় শোবেন না।
১০. ঘরের তাপমাত্রা ৫৪-৭৫ ডিগ্রী ফারেনহাইটের মধ্যে রাখবেন।
১১. ঘর পুরো অন্ধকার করে ঘুমান।
১২. নির্জন জায়গায় বিছানা করুন।
১৩. সম্ভব হলে তাজা সুগন্ধি ফুল রাখুন মাথার কাছে। 


1. 7 to 8 hours of good sleep is necessary for normal body. I can not sleep enough, but it increases the excretion of hormones stomachic. It increases our appetite. We would like to take the extra food. Obesity increases sleep apnea our way.

The. Disturbed sleep can help obese body. Waist fat increases gradually. The changes in sleep patterns change sakriyatake our brain, and body to wake up early to take high-calorie foods.

3. Irregular sleep, the body makes an abnormal release of various hormones. He is tired body, attention is deficient in any way. Disturbed sleep is also likely to take notice of the high-sugar foods can be. I work nights and sleep disturbance is due to a. The increased risk of diabetes.

So good night's sleep is important to keep in mind the crime.
1. Try to sleep at the right time rules.
The. Physical activity such as exercise or use other work.
3. Refrain from eating foods kyapheinayukta coffee or tea.
4. Take recovered dinner beforehand.
5. Do not eat at night, shattering the stomach.
6. Eliminate smoking.
7. Do not drink.
8. 1 hour to read the book before sleeping.
9. I do not sobena prani pet bed.
10. Please note that the room temperature is 54-75 degrees Fahrenheit.
11. The whole house is sleeping in the dark.
1. Set in secluded bed.
13. If possible, keep the fresh scent of flowers in the head

চুল পড়া রোধে ২০টি টিপস্ ! (20 Tips to prevent hair fall)


১. খাবারে লবণ কম খাবেন। লবণ মাথার ত্বকের কোষে পানি জমে থাকতে সাহায্য করে। মাথার ত্বকের কোষে পানি জমে থাকলে চুলের গোড়া নরম হয়ে অধিক চুল পড়তে সাহায্য করে।

২. ওজন বা মেদ কমানোর জন্য অনেকে হঠাৎ খাওয়া-দাওয়া, একেবারেই ছেড়ে দেয়। এই হঠাৎ খাওয়া কমানোতেও চুল পড়ে। এ ক্ষেত্রে নিউট্রশনিষ্ট কিংবা ডায়েটিশিয়ানের পরামর্শ নেয়া যেতে পারে। 

৩. গরীব-মধ্যবিত্তের চুলের সহায়ক খাবার হচ্ছে সবুজ শাক-সবজি। সবুজ শাক-সবজির মাইক্রো নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদান চুলের জন্য খুব উপকারী। প্রচুর পরিমাণে আয়রণযুক্ত শাক যেমন, লাল শাক, কচুশাক খেতে হবে। তবে সামর্থবানরা আঙ্গুরের রস (গ্রেপ ফ্রুইট ককটেল), আলু, বাঁধাকপি, মিক্সড সালাদ, কলা, মুরগির মাংস, ডিম খেতে পারেন।

৪. প্রচুর পরিমাণে ভিটামিন ই সমৃদ্ধ ফলমূল ও শাকসবজি যেমন- নাশপাতি, বাদাম, গম, শিম, ফুলকপি, বাঁধাকপি, সবজি, ডিম প্রভৃতি ও জলপাই তেল খাবেন।

৫. প্রোটিনসমৃদ্ধ খাবার খান। প্রোটিন সমৃদ্ধ খাবার শুধু যে চুল শক্ত করে তা নয়, চুল গজাতেও সহায়তা করে। প্রেটিনের অভাবে চুলের রঙ প্রথমে নষ্ট হয়ে যায়। চুল লালচে বাদামি হতে থাকে। পরে চুল ঝরে যায় এবং চুলের আগা ফাটতে থাকে। কেরাটিনের অভাবে চুল ফেটে যায়। খাদ্য তালিকায় মাছ, গোশত, ডিম, দুধ, ডাল, দই, পনির ইত্যাদি থাকা জরুরি। 

৬. অতিরিক্ত চিনি ও চর্বিযুক্ত খাবার যেমন- আইসক্রিম, পেস্ট্রি কেক, লবণ, ফাস্টফুড, জাংক ফুড, চিনি, পশুর চর্বি, বাটার, ক্রিম, অধিক চর্বিযুক্ত চিজ, হুয়াইট ব্রেড ও ময়দা, ভাজা ও প্রক্রিয়াজাত খাবার, চকলেট এবং হোল মিল্ক, কার্বনেটেড ড্রিঙ্কস ইত্যাদি পরিহার করুন। অতিরিক্ত চা বা কফি পান করবেন না। চা বা কফিতে ক্যাফেইন থাকে যা সকল প্রকার চুল ও স্কিনের সমস্যার জন্য দায়ী। 

৭. ওমেগা- থ্রি (৩) ফ্যাটি অ্যাসিড চুল পড়া রোধে খুব কার্যকর। প্রচুর পরিমাণে ওমেগা-থ্রি (৩) ফ্যাটি অ্যাসিড তিসির তেলে পাওয়া যায়। প্রতিদিন ২ চা চামচ তিসির তেল সালাদের সঙ্গে মিশিয়ে খেতে হবে। 

৮. নতুন চুল গজাতে প্রতিদিন রাতে শোয়ার আগে অন্তত পাঁচ মিনিট ১০-১৫ মিনিট চুলের ম্যাসাজ করুন। কোকোনাট কিংবা এলমন্ড অয়েল দিয়ে ম্যাসাজ করুন। তেল চুল গজাতে বা চুলে পুষ্টি জোগাতে সহায়তা করে না। তবে তেল ম্যাসাজ করলে স্ক্যালেন্ড রক্ত সঞ্চালন হয় এবং চুল বাহ্যিকভাবে চকচকে, মসৃণ হয়। 

৯. চুলে অপ্রয়োজনীয় ঘষা-মাঝা, অতিরিক্ত আচরানো পরিহার করুন। অনেকে চুল খুব ঘন ঘন আঁচড়ান। এটা ঠিক নয়। খুব বেশি চুল আঁচড়ানোর ফলে সেবাশিয়াস গ্রন্থি সক্রিয় হয়ে উঠলে চুল পড়ে। আবার চুল না আঁচড়ানোও ঠিক নয়। নিন্মমানের চিরুনি বা ব্রাশ ব্যবহার এবং সঠিকভাবে চুল না আঁচড়ানোর জন্যও চুল পড়ে। 

১০. গরম পানি, ড্রায়ার বা এমন কিছু ব্যবহার করবেন না যা চুলে অতিরিক্ত চাপ তৈরি করে। জেল, মুজ, হেয়ার ডাই  এসব চুলের ক্ষতি করে। দীর্ঘ সময় হেলমেট, টুপি ইত্যাদি পড়ে থাকবেন না। মাথায় স্কার্ফ ব্যবহার প্রয়োজন না হলে করবেন না।

১১. চুলের সঠিক যত্ন সম্পর্কে না জানার কারণেও অনেকের চুল পড়ে। প্রচলিত একটি ধারণা আছে, রাতে শোয়ার আগে টান টান করে বেণী বেঁধে ঘুমালে চুল তাড়াতাড়ি লম্বা হয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। এতে চুল ঝরে পড়ে দ্রুত। ভেজা চুল কখনো আঁচড়াবেন না। তোয়ালে দিয়েও খুব ঘষে চুল মুছলে চুলের ক্ষতি হয়। ভিজা চুল কখনো বাঁধবেন না। রাতে ঘুমাতে যাওয়ার আগে বজ্রাসনে বসে চুল আঁচড়াবেন। এতে চুল পড়া বন্ধ হবে এবং আপনি মানসিক চাপমুক্ত হয়ে ঘুমাতেও পারবেন।

১২. প্রতিদিন ১৬-২০ গ্লাস পানি পান করা প্রয়োজন। এ ব্যাপারে আমরা সচেতন নই।

১৩. যারা প্রতিদিন ঘরের বাইরে বের হন তাদের এক-দুই দিন অন্তর চুল শ্যাম্পু করা প্রয়োজন। চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করবেন। বিজ্ঞাপনের চটকে ভুলে ভুল শ্যাম্পু ব্যবহার করবেন না। 

১৪. হিন্দি শব্দ চ্যাম্পু থেকে শ্যাম্পু এসেছে। এর অর্থ মালিশ বা ম্যাসাজ। এর মানে বোঝা যায় শ্যাম্পু করার সময় আপনার মাথা ম্যাসাজ বা ঘষতে হবে। খুশকির জন্য এ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করবেন। তবে দীর্ঘদিন এ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়।

১৫. খুশকি দূরীকরণে চুল ধুয়ে তাতে কিটোকোনাজল ২% শ্যাম্পু বা ড্যানসেল শ্যম্পু হাতে ঢেলে নিন এবং দু’হাতে ঘষে নিয়ে তারপর পুরো মাথায় লাগান। ভালভাবে লাগিয়ে ৫ মিনিট অপেক্ষা করতে হবে। আঙুলের ডগা দিয়ে ম্যাসাজ করে শ্যাম্পু লাগান। এরপর চুল ভালভাবে ধুয়ে ফেলতে হবে। এভাবে সপ্তাহে ২ বার করে ২-৪ সপ্তাহ ব্যবহারে খুশকি কমে যাবে।

১৬. চুল পড়া রোধের জন্য বাজারে মিনোক্সিডিল নামের ওষুধ পাওয়া যায়। এটি যেখান থেকে চুল পড়ছে সেখানে লাগাতে হবে। এটি নারী ও পুরুষ উভয়েই ব্যবহার করতে পারেন। এতে কাজ না হলে অন্য চিকিৎসা নিতে হবে। অন্য চিকিৎসার মধ্যে আছে লেজার থেরাপি এলএইচটি, হেয়ার ফলিকল রিপ্লেসমেন্ট, হেয়ার স্কাল্প রিপ্লেসমেন্ট ইত্যাদি।

১৭. এছাড়া অতিরিক্ত ডায়েট কন্ট্রোল চুল পড়ার কারণ হতে পারে। পর্যাপ্ত ঘুমান এবং বিশ্রাম নিন, কেননা ঘুম ও বিশ্রাম নতুন চুল গজানো ও বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করে। 

১৮. ধুমপান ত্যাগ করুন। ধুমপানের কারণে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, রক্ত নালিকাগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং চুল পড়ে।

১৯. প্রতিদিন একটু করে ব্যায়ম করলে শরীর ফিট থাকার পাশাপাশি রক্ত সরবরাহ ঠিক থাকে। যার ফলে চুলও পুষ্টি থেকে বঞ্চিত হয় না। 

২০. কিছু ব্যক্তিগত কারণ যেমন হরমোনের তারতম্য, খারাপ স্বাস্থ্য, বিশ্রামের অভাব ইত্যাদির প্রভাবও চুলের ওপর পড়তে পারে। টেনশন, মানসিক যন্ত্রণা ঘুম না হওয়া। সুষম আহার, চুলের সঠিক পরিচর্যা এবং প্রয়োজনে কিছু ওষুধের ব্যবহারে চুল স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠতে পারে।


1. Eat foods low in salt. Salt helps to have a clogged head and skin cells. If your hair is soft scratch of the skin cells, clogged hair to get more help.

The. The sudden loss of weight or fat - Dawa, I gave up. The sudden fall of hair deterrent. In the case of niutrasanista dayetisiyanera or suggestions can be taken.

3. Poor - the middle of the greens crew of assistants - vegetables. Green leafy vegetables - vegetables and nutrition component of hair is very useful for micro niutriyentasa. Ayaranayukta plenty of vegetables, such as red spinach, kacusaka eat. The juice of grapes samarthabanara (grepa phruita cocktail), potatoes, cabbage, Mixed salad, banana, chicken meat, eggs can eat.

4. Plenty of fruits and vegetables rich in vitamin E - such as pears, nuts, wheat, bean, cauliflower, cabbage, vegetables, eggs, potatoes, etc., and olive oil.

5. Protinasamrddha eat. Protein-rich foods are not the only thing that makes hair strong, hair gajateo help. Hair color is lost in the absence of pretinera first. Hair is reddish brown. After the fall of the hair and the ends are phatate. Keratinera lack of hair off. Diet, fish, gosata, eggs, milk, peas, yogurt, cheese, etc., should stay.

6. Extra sugar and fatty foods - such as ice cream, cakes pestri, salt, fast food, janka food, sugar, animal fat, Butler, cream, more fatty cheeses, huyaita bread and flour, fried and processed foods, chocolate and milk Hole, carbonated drinkasa etc. ESC. Do not drink the tea or coffee. Tea or kaphite kyapheina which is responsible for all types of hair and Screen problems.

7. Omega - Three (3) fatty acids are very effective to prevent hair fall. Plenty of omega - Three (3) fatty acids found in linseed oil. The salad mixed with a teaspoon of linseed oil will eat.

8. New hair before going to bed for at least five minutes every day for 10-15 minutes gajate massage and hair type. Oil massage with the use of kokonata elamanda. Gajate or hair nutrition hair oil does not provide support. The massage oil is the blood and hair skyalenda overwhelming shiny, smooth surface.

9. Unwanted hair rub - majha, additional acarano ESC. They comb the hair too frequently. It is not just. Too much combing of the hair uthale sebasiyasa glands become active. Do not combing the hair. Ninmamanera not comb or brush and combing hair properly for hair fall.

10. Hot water, do not use the hair dryer or something that creates additional pressure. Gel, muja, hair dye can damage the hair. Long time, helmets, hats, etc. I do not care. If you do not need to use the head scarf.

11. Do not know about the proper care of the hair and hair fall also. There is a common idea, before going to bed and pull the pull queue as long hair is tied ghumale. This is a complete misconception. The rapid fall hair fall. I do not amcarabena wet hair. Deleting hair, hair loss is very towel rub. I do not bamdhabena wet hair. Before you go to sleep at night bajrasane amcarabena hair. The hair will fall off and you'll be able to sleep in mental capamukta.

1. Day 16 - need to get a glass of water at 0. However, we are not aware of.

13. Every one of them was out of the room - the need to shampoo every day. Do not use shampoo according to hair type. Do not forget to use the wrong shampoo ads catake.

14. Shampoo comes from a Hindi word cyampu. This massage or massage. It is understood that the shampoo massage your head or be ghasate. এ্যান্টিড্যানড্রাফ for dandruff shampoo to use. However, the use of shampoo এ্যান্টিড্যানড্রাফ long hair is rough.

15. Wash the hair and eliminate dandruff shampoo or dyanasela syampu kitokonajala% of the gold and poured it over the whole head, apply the rub. It would be better to wait for 5 minutes. Massage with fingertips, apply the shampoo. Then wash the hair thoroughly. -4 Days a week out of the use of dandruff can be reduced.

16. Minoksidila name drugs are available in the market to prevent hair fall. This is where the hair has to be put there. Both women and men can use it. It will not work if other treatment. Other treatments include laser therapy, LH, phalikala Hair Replacement, Hair Replacement in skalpa.

17. In addition, the diet can cause hair fall control. Take adequate rest and sleeping, but sleep and rest and grow new hair growth helps.

18. Quit smoking. Blood flow is interrupted due to cigarette smoking, blood loss and hair fall nalikagulo.

19. Every day to stay fit as well as the blood supply to the body when the byayama well. Culao are not deprived of the nutrients.

The 0. Some personal reasons, such as hormonal variations, poor health, lack of rest, etc., may help the hair effect. Tenasana, mental anguish sleep. Balanced diet, proper hair care and hair sbasthyojjbala may lead to the use of some drugs.

পেটের চর্বি থেকে মুক্তি! (Released from abdominal fat!)


১. এক গ্লাস হালকা গরম পানিতে লেবু ও একটু লবণ দিয়ে শরবত তৈরি করে প্রতিদিন সকালে খাবেন।

২.সকালে দুই বা তিন কোয়া কাঁচা রসুন খেতে হবে। লেবুর শরবত পান করার পরই এটি খেয়ে নিলে ভালো ফল পাওয়া যাবে। এ পদ্ধতিটি আপনার শরীরের ওজন কমানোর প্রক্রিয়াটি দ্বিগুণ গতিতে করবে। একই সঙ্গে আপনার শরীরের রক্ত সঞ্চালন হবে মসৃণ গতিতে। 

৩. সকালের নাশতায় অন্য খাবারের পরিমাণটা কমিয়ে সেখানে স্থান করে দিতে হবে ফলের। প্রতিদিন সকালে এক বাটি ফল খেলে পেটে চর্বি জমার হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। 

৪. পেটের চর্বি থেকে মুক্তি পেতে হলে পানির সঙ্গে করতে হবে বন্ধুত্ব। কেননা পানি আপনার শরীরের পরিপাক ক্ষমতা বাড়িয়ে দেয় এবং শরীর থেকে ক্ষতিকর সব কিছু বের করে দিতে সাহায্য করে।

৫. সাদা চালের ভাত থেকে দূরে থাকুন। এর পরিবর্তে আটার তৈরি খাবার খেতে হবে।

৬. দারুচিনি, আদা, কাঁচা মরিচ দিয়ে রান্না করুন আপনার খাবার। এগুলো শরীরের রক্তে শর্করার মাত্রা কমিয়ে রাখতে সহায়তা করে।

৭. চিনিজাতীয় খাবার শরীরের বিভিন্ন অংশে চর্বি ভূমিকা রাখে, বিশেষ করে পেট ও ঊরুতে। পেটের চর্বি থেকে রেহাই পেতে হলে চিনি এবং চিনিজাতীয় খাবারের সঙ্গে শত্রুতা ছাড়া উপায় নেই। 



1. The light lemon and a glass of hot water with a little salt every morning and take a refreshment.

The. Koya two or three in the morning eat raw garlic. I better take it after drinking lemon refreshment can be found in fruits. This approach doubles the speed of the process, your body will lose weight. The blood will be on your body at ease.

3. He reduced the amount of food that is nasataya other fruit. Every morning, a bowl of fruit from playing a lot of abdominal fat storage is exempt.

4. Abdominal fat, get rid of the water to be friends with. It increases the power of your body's digestive and helps you get all damaging to the body.

5. Stay away from white rice rice. Instead of flour will produce food.

6. Cinnamon, ginger, chili and cook your food. It helps reduce blood sugar levels in the body.

7. Cinijatiya different parts of the body fat contributes to food, especially in the stomach and urute. Abdominal fat to get exemption from the feud with the sugar and the food is cinijatiya.

কলা স্ট্রোকের ঝুঁকি কমায় ! (Banana reduce the risk of stroke!)

দিনে তিনটি করে ছোট আকারের কলা খেলে স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায়। প্রতিদিন সকালের নাশতা, দুপুরের খাবার ও সন্ধ্যায় একটি করে কলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কলায় পটাশিয়াম থাকে, যা মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা ২১ শতাংশ রোধ করতে সহায়তা করে। কেউ যদি দৈনিক সাড়ে তিন হাজার মিলিগ্রাম পটাশিয়াম গ্রহণ করে তবে স্ট্রোকের ঝুঁকি ৫ ভাগের ১ ভাগ কমে। একটি কলাতেই ৫০০ মিলিগ্রাম পটাশিয়াম থাকে। ফলে দিনে তিনটি কলাই স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। কলা ছাড়াও বাদাম, দুধ, মাছেও প্রচুর পটাশিয়াম থাকে। এগুলো খেলেও স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমে।


The small size of the art of playing the stroke risk is reduced to improve. Nasata every morning, lunch and evening meal, eat a banana that is very beneficial for health. Potassium is the tissues, the brain, which helps to prevent thrombosis at 1 percent. The Daily three thousand milligrams of potassium in the risk of stroke 5 Part 1 percent decline. A kalatei 500 mg of potassium. This helps to reduce the risk of stroke in the enamel. In addition to banana nut, milk, fish, lots of potassium. Reduce the risk of stroke by eating a lot of them.

Saturday, August 3, 2013

ফিরে পাবেন হারানো তথ্য (Get back lost data)


ভুল করে কম্পিউটার থেকে কোনো তথ্য (ডেটা) বা দরকারি ফাইলের কিছু মুছে (ডিলিট) ফেললে, কোনো কারণে হার্ডডিস্ক ড্রাইভ ফরম্যাট হয়ে গেলে তথ্য ফিরে পেতে বেশ বেগ পেতে হয়। তবে চাইলে হারানো যেকোনো দরকারি তথ্য, ফাইল নিমিষেই ফিরে পাওয়া যায় ওয়ান্ডার শেয়ার ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করে। এই সফটওয়্যার দিয়ে একই সঙ্গে রিমুভাল ডিস্কের (পেনড্রাইভ, মেমরি কার্ড) তথ্যও কিছুটা পুনরুদ্ধার করা যায়। তবে হার্ডডিস্ক বা রিমুভাল ড্রাইভের হারানো তথ্য মোছার পর ওই ড্রাইভে নতুন কোনো তথ্য রাখা না হলে সেটি সহজেই ফিরে পাওয়া যাবে।

www.wondershare.com/data-recovery ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি নামিয়ে নিন। এট বিনা মূল্যে পাওয়া যায় না। তাই এর সর্বোচ্চ ব্যবহারের জন্য এটি কিনে নিয়ে ব্যবহার করতে পারেন। এখনই কিনতে না চাইলে Free Trail সংস্করণ নামিয়ে নিন। নামানোর পর কাজ হবে ইনস্টল করা। তারপর সফটওয়্যারটি চালু করুন। ওয়েলকাম উইন্ডোতে Next চাপুন। What sort of file ... to recover থেকে যে ফরম্যাটের ফাইল পুনরুদ্ধার করতে চান সেটি ঠিক করে দেন। সব ফাইল একসঙ্গে চাইলে All files নির্বাচন করে Next চাপুন। এরপর Where your files lost-এ যেখান থেকে তথ্য হারিয়ে গেছে, সেই অবস্থান নির্বাচন করে দিতে হবে। উত্তর যদি মেমরি কার্ড বা পেনড্রাইভ হয় তাহলে External Removal devices নির্বাচন করুন। নির্দিষ্ট ড্রাইভ থেকে হলে In specified location থেকে সেই ড্রাইভ নির্বাচন করে Next চাপুন।

এরপর এখানে Deep Scan এবং Raw File Recovery নামে দুটি অপশন থাকবে। সাধারণত Raw File Recovery সেবাটি শুধু নিবন্ধিত (কেনা) সফটওয়্যারে থাকে। Deep Scan নির্বাচন করলে ফরম্যাট হওয়া নির্দিষ্ট ড্রাইভের ফাইল পুনরুদ্ধার করবে। অপর দিকে Raw File Recovery নির্বাচন করলে বিভিন্ন কারণে মুছে যাওয়া ফাইল ফিরে আনা যাবে। এই দুটির যেকোনোটি না নির্বাচন করেও শুধু Start চাপলে সাম্প্রতিক মুছে যাওয়া ফাইল খুঁজে নেওয়া যাবে। স্ক্যান শেষে হারিয়ে যাওয়া ফাইলের তালিকা দেখাবে। এবার যে যে ফাইল দরকার, সেটি নির্বাচন করে Recover চেপে যে ড্রাইভে থেকে পুনরুদ্ধার হলো সেটি বাদে অন্য যেকোনো ড্রাইভ নির্বাচন করে সেসব তথ্য সংরক্ষণ করে নিতে পারবেন। 


The computer is an information (data) or delete some necessary files (delete) when, for any reason, the drive was formatted to get the data back is to get the velocity. However, the loss of any important data, files, wonder share data recovery software to get back nimisei use. Removal of this software with the same disk (pen drive, memory card) data recovery can be somewhat. Removal of the hard disk drive or loss of data after deleting the drive if you do not keep any information about it can be found easily return.

www.wondershare.com / data-recovery software from the website is down. Et al are not free. I bought it for its maximum use. Free Trail version if you do not buy one here. The work will be installed on the server. Then run the software. Welcome window, click Next. What sort of file ... The format of the file you want to restore to recover just said. All files you want to select all the files together and press Next. Where your files lost-at which the data is lost, the location should be selected. If the memory card or pen drive, then select External Removal devices. In specified location if a specific drive, select the drive and press Next.

Then there will be two options in the Deep Scan and Raw File Recovery. The Raw File Recovery service and registered (purchased) software is. Deep Scan is selected format will be a fixed drive file recovery. On the other hand, if the Raw File Recovery can be a variety of reasons to bring back deleted files. Do not select any of these levels without pressing the Start recently deleted files can not be found. Scan the list of missing files. I need that file, select it and press the Recover is a recovery from the hard drive without using any other drive that can store data.


F1 থেকে F12 (F1 to F12)


কম্পিউটারের প্রয়োজনীয় নানা অংশের মধ্যে অন্যতম কি-বোর্ড। কি-বোর্ডে থাকা নানা ধরনের বোতামের রয়েছে ভিন্ন ভিন্ন কাজ। একেবারে ওপরের সারিতে যে বোতামগুলো আছে, সেগুলো বাঁ দিক থেকে শুরু হয়েছে F1 দিয়ে। শেষ হয়েছে F12 দিয়ে। এগুলো ফাংশন কি। প্রায় প্রতিটি সফটওয়্যারে এগুলোর বিশেষ কিছু কাজ রয়েছে। তাই জানানো হচ্ছে এখানে।
F1
এই ফাংশন কি উইন্ডোজের সব জায়গায় হেল্প মেনু হিসেবে কাজ করে থাকে। আপনি যদি কোনো প্রোগ্রামে কাজ করতে গিয়ে হঠাৎ কোনো অংশের কাজ না পারেন বা কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, তাহলে F1 চাপলে সেই প্রোগ্রামের সাহায্যে পর্দায় চালু হয়ে যাবে। হেল্প দেখে সেই বিষয় শিখে নিতে পারবেন। SHIFT + F1 চাপলে সংবেদনশীল সাহায্য সেবা বিন্যাস আকারে প্রকাশ পাবে। CTRL + ALT + F1 চাপলে মাইক্রোসফট সিস্টেম তথ্য দেখা যাবে।
F2
এটি ব্যবহার করে যেকোনো ফাইল, ফোল্ডারের নাম বদলানো (রিনেম) যায়। যেকোনো ফোল্ডার নির্বাচন করে F2 চাপলে সেই ফোল্ডারের নামবদলের সুযোগ পাবেন। ওয়ার্ডে এই ফাংশন কির কিছু উল্লেখযোগ্য ব্যবহার রয়েছে। Alt + Ctrl + F2 চাপলে পুরোনো ডকুমেন্ট ফাইল খোলা যাবে। Ctrl + F2 চেপে প্রিন্ট নমুনা (প্রিভিউ) দেখা যাবে। ALT + SHIFT + F2 চাপলে ফাইল সেভ করা যাবে। SHIFT + F2 চেপে লেখা কপি করা যাবে। F2 কি চেপে কোনো কোনো মাদারবোর্ডের বায়োস সেটাপে ঢোকা যায়।
F3
কম্পিউটারে কাজ করার সময় কোনো তথ্য খুঁজে নিতে হলে F3 চাপতে হবে। এমএস-ডসের নির্দেশনা আবার দেখানোর কাজে F3 ব্যবহার হয়। মাইক্রোসফট ওয়ার্ডে লেখা নির্বাচন করে Shift + F3 কি চাপলে নির্বাচিত অংশের লেখা ছোট হাতের থেকে বড় হাতের লেখায় পরিণত হবে।
F4
ওয়েবসাইট দেখার সফটওয়্যার ইন্টারনেট এক্সপ্লোরার চালু করে F4 চাপলে ওয়েব ঠিকানা লেখার জায়গায় হিস্ট্রি (সাম্প্রতিক সময়ে দেখা ওয়েবসাইটের তালিকা) দেখাবে। ALT + F4 চাপলে উইন্ডোজে চালু থাকা যেকোনো প্রোগ্রাম বন্ধ করা যাবে। মাইক্রোসফট ওয়ার্ডে F4 কি চাপলে সর্বশেষ কাজ পুনরায় হবে (আনডু)। SHIFT + F4 চাপলে Find or Go To কাজ করবে। CTRL + F4 চাপলে চালু থাকা ডকুমেন্টসের উইন্ডো বন্ধ হবে।
F5
এটি চাপলে চালু থাকা উইন্ডোজ রিফ্রেশ হবে। ইন্টারনেট দেখার সফটওয়্যারে F5 চাপলে ওয়েবসাইটের ওই পাতা আবার আসবে (লোড হবে)। পাওয়ার পয়েন্টে F5 চেপে স্লাইডশো দেখা যায়। ওয়ার্ডে F5 কি চাপলে Find and replace window চালু হবে। SHIFT + F5 চেপে আগের রিভিশনে ফিরে যাওয়া যায়। CTRL + SHIFT + F5 চাপলে Bookmarks সম্পাদন করা যাবে। ALT + F5 চাপলে ওয়ার্ড প্রোগ্রাম বন্ধ হবে।
F6
এই কি চাপলে কারসর ইন্টারনেট ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেস বার) চলে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডে CTRL + F6 কি চাপলে চালু থাকা সব ডকুমেন্টকে পর্যায়ক্রমে দেখাবে। Ctrl + Shift + F6 চাপলে আরেকটি ওয়ার্ড ডকুমেন্ট চালু হবে।
F7
উইন্ডোজে এই কির খুব বেশি কাজ নেই। তবে মাইক্রোসফট ওয়ার্ডে SHIFT + F7 কি চাপলে এর অভিধান থেকে সমার্থক শব্দ খুঁজে নেওয়া যাবে।
F8
উইন্ডোজ চালু হওয়ার সময় এই কি চাপলে উইন্ডোজ সেফ মুডে কাজ শুরু করবে। ওয়ার্ডে Shift + F8 চাপলে নির্বাচিত অংশকে সংকোচন করা যায়। ALT + F8 চাপলে ম্যাক্রো চালু হবে।
F9
এটি চাপলে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের আওয়াজ (ভলিউম) বাড়ানো যায়। ওয়ার্ডে CTRL + F9 কি চাপলে ফাঁকা ক্ষেত্র তৈরি হবে।
F10
এটি চাপলে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের ভলিউম কমানো যায়। F10 চাপলে অধিকাংশ প্রোগ্রামের মেনু বার দেখায়। যেকোনো ফোল্ডার নির্বাচন করে Shift + F10 চাপলে শর্টকাট মেনু দেখাবে।
F11
যেকোনো ইন্টারনেট ওয়েব ব্রাউজারে F11 চাপলে সেটি পর্দাজুড়ে (ফুলস্ক্রিন) দেখাবে। মাইক্রোসফট এক্সেলে Shift + F11 চাপলে নতুন স্প্রেডশিট খোলা যাবে। CTRL + F11 চাপলে নতুন ম্যাক্রো ওয়ার্ডবুকে যোগ হবে।
F12
অভ্র বাংলা কি-বোর্ড বাংলা/ইংরেজি লেখা যাবে F12 কি চেপে। মাইক্রোসফট ওয়ার্ডে Ctrl + Shift + F12 কি চেপে যেকোনো ডকুমেন্টস প্রিন্ট করা যাবে। Shift + F12 কি চাপলে ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা যাবে।

One of the parts of a computer keyboard -. What is the - button on the board in the different types of jobs. The buttons on the top row are, from left to them is to start with F1. Ended with F12. These function keys. Almost every software they are working on something special. So here is the.
F1
This function works as the Windows Help menu in all places. If you are a part of a program of work that I can not work or need any help, then pressing F1 will launch the program on the screen. Help the things I can learn. Press SHIFT + F1-sensitive help in the form of service to the layout. Press CTRL + ALT + F1 can be seen in the Microsoft system information.
F2
It uses any file, folder and change (rename) the. Select any folder by pressing F2 will allow the folder name change became official. Using this function, we have some significant work. Pressing Alt + Ctrl + F2 to open the old document files can. A sample of the print by pressing Ctrl + F2 (preview) can be seen. You can press ALT + SHIFT + F2 to save the file. You can copy text by pressing SHIFT + F2. Pressing the F2 key to get into a motherboard BIOS can setape.
F3
If you take the time to work out any information on your computer, press F3 to be. MS - dasera in order to show that F3 is used. Microsoft Word, select the text and press Shift + F3 key parts of the text to be turned into lowercase to uppercase text.
F4
Internet Explorer on the website for the software and pressing F4 to enter the web address of History (list of recently visited sites) shows. Press ALT + F4 to run any program in Windows can be closed. Microsoft Word, pressing the F4 key will work again (undo). Find or Go To press SHIFT + F4 will not work. Documents will be going to press CTRL + F4 to close the window.
F5
When it is running Windows refresh. Internet viewing software for the Web page again by pressing F5 (Load). Power point can be seen in the slideshow by pressing F5. Word Find and replace window will start pressing the F5 key. Press SHIFT + F5 to go back to the previous ribboned. Bookmarks can be edited, pressing CTRL + SHIFT + F5. It will be pressing ALT + F5 to stop the program.
F6
Cars Internet browser address line, pressing this key area (address bar) will go away. Microsoft Word pressing CTRL + F6 key will operate all phases of the document. Another pressing Ctrl + Shift + F6 Word document is opened.
F7
On Windows, this key does not work too. If you press SHIFT + F7 Microsoft Word's dictionary to find the words to be synonymous.
F8
This is the time to let Windows run Windows Safe mode will not work. Word portion of the compression can be selected, pressing Shift + F8. Press ALT + F8 to run the macro to be.
F9
This is the sound of pressing the Windows Media Player (volume) can be increased. Blank fields will be created in Word, pressing CTRL + F9 key.
F10
It can reduce the volume, pressing the Windows Media Player. The program shows the menu bar, pressing F10. Select any folder by pressing Shift + F10 Display the shortcut menu.
F11
Any Internet web browsers, pressing the F11 full-screen (phulaskrina) show. You can press Shift + F11 to open a new spreadsheet in Microsoft Excel. Oyardabuke pressing CTRL + F11 will add new macros.
F12
Bengali Avro keyboard - Bengali / English can press F12 key. Microsoft Word by pressing Ctrl + Shift + F12 key can be used to print any documents. You can press Shift + F12 to save the Word document.

Friday, August 2, 2013

মৃত্যুর পরও পাশে থাকবে গুগল (After the death of Google)


মৃত্যুর পর সহায়-সম্পত্তির কী হবে এ ভাবনা যুগ যুগ ধরেই প্রায় সব মানুষের৷ এ যুগে ছবি, ব্যক্তিগত তথ্য, ই-মেইল ঠিকানা - এসবও খুব গুরুত্বপূর্ণ সম্পদ৷ তাই মৃত্যুর পর এসবেরও একটা হাল করে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে গুগল৷

টাকা-পয়সা যাঁর নেই, তাঁর কষ্ট হয়তো অনেক, তবে ‘কার জন্য রেখে যাবো, মরে গেলে কে পাবে'- এসব নিয়ে ভেবে হয়রান হওয়ার যন্ত্রণা অন্তত তাঁর নেই৷ যাঁদের আছে তাঁরা আগেভাগেই দলিল, ‘পাওয়ার অফ অ্যাটর্নি' আরো কত কী করে যান৷ গুগলও এবার সেই ব্যবস্থা করছে৷ তাদের ‘ইন্যাক্টিভ অ্যাকাউন্ট ম্যানেজার'-এর মাধ্যমে মানুষ চাইলে গুগল ড্রাইভ, জিমেইল, ইউটিউব বা গুগল প্লাস থেকে নিজের সমস্ত ছবি এবং গুরুত্বপূর্ণ তথ্য কারো জন্য রেখে যেতে পারবে৷

খুব সহজেই হয়ে যাবে কাজটা৷ আগে শুধু ঠিক করতে হবে মৃত্যুর পর কাকে দিতে চান এই অধিকার৷ সে অনুযায়ী গুগলকে জানালেই হলো৷ অবশ্য কেউ তো মৃত্যুর ঠিক আগে গুগলকে বলতে পারবেনা, ‘আমি এক মিনিট পর মারা যাচ্ছি', তাই জানাতে হবে আপনার অ্যাকাউন্ট আপনি টানা কতদিন ব্যবহার না করলে গুগল আপনাকে ‘প্রয়াত' ধরে নিয়ে কাজ শুরু করতে পারে৷ ছয় মাস বলুন, বা ছয় বছর- যেদিন আপনার স্থির করা সময়সীমা শেষ হবে তার পরের দিনই আপনার ইচ্ছে মতো ছবি আর তথ্য চলে যাবে নির্ধারিত ব্যক্তি বা ব্যক্তিদের অ্যাকাউন্টে৷

কেউ যদি মৃত্যুর পর অ্যাকাউন্টই না রাখতে চান, তাই হবে, নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে গুগলই বন্ধ করে দেবে অ্যাকাউন্ট৷ সেটাও ভালো, কী বলেন! অ্যাকাউন্ট ‘হ্যাক করে' আজকাল যা সব করা হচ্ছে তা দেখে কে চাইবে মৃত্যুর পরও বাজে কিছু লোকের কাছে নিজের মান-সম্মান রেখে যেতে? 

After the death of help - will be a key asset in existence for nearly all of the thinking of the era of the era. Era in the picture, personal information, e - mail address - esabao very important resource., So that the system is up after the death of a esaberao Google.


- Money to whom, and the trouble hayato many, however, for whom the yabo, kick it out to be - these are just harassing the trouble of being at least his no. Those in the front of the deed, power of attorney,'s more of what is. Google It is the system. their 'inyaktibha Account Manager' - the people you want to drive, Gmail, YouTube and Google Plus for anyone to own all the pictures and information that you can leave.

Very easy to get a good job. Before it will fix after the death of whom want to give up this right. Then the Google janalei disconnected., However, that he died just before the Google I can not, 'I have one minute later died from that, I will let you know in your account, you pulled a long time use Unless you Google 'late' work could start over. ask for six months, or six years - the day of your deadline will be set for the next day you can also set up like picture of the person or persons account information.

If you do not want someone to death ayakauntai, so will wait until the specified time, the account will be closed gugalai. Things like this, what do you think! Account 'Hacks' This is what it's all I want to do after the death of the men's own values ​​- respect for leave?

ল্যাপটপের সাধারণ যত্ন (General care of the laptop)


বহনযোগ্য হওয়ায় অনেকেই এখন ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করেন। নিয়মিত যত্ন নিলে ল্যাপটপ অনেক দিন ভালো থাকে। কয়েকটি বিষয় লক্ষ রাখলেই আপনার ল্যাপটপকে ভালো রাখতে পারেন।

1. ব্যাটারিতে সরাসরি বৈদ্যুতিক সংযোগ ছাড়া ল্যাপটপ চালানোর সময় পর্দার ঔজ্জ্বল্য কমিয়ে রাখুন।

2. সরাসরি সূর্যের আলোতে ল্যাপটপ ব্যবহার করবেন না। কারণ, এতে আপনার ল্যাপটপ খুব দ্রুত গরম হয়ে যেকোনো ধরনের ক্ষতি হতে পারে।

3. প্রসেসরের ওপর চাপ কমাতে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করে দিন।

4. ব্যাটারির কানেক্টরের সংযোগস্থল মাঝেমধ্যে পরিষ্কার করুন।

5. কাজ শেষে বিদ্যুৎ সংযোগ থেকে প্লাগ খুলে রাখুন।

6. দরকারি উইন্ডো ট্যাবগুলো ছাড়া অন্য ট্যাবগুলো মিনিমাইজ অথবা বন্ধ করে রাখুন।

7. সব সময় হার্ডডিস্ক থেকে মুভি ও গান চালানোর চেষ্টা করবেন। ল্যাপটপের সিডি/ডিভিডি-রম ড্রাইভের ওপর চাপ কমিয়ে দিন।

8. এয়ার ভেনটিলেটরের পথ খোলা রাখবেন এবং সহজে বাতাস চলাচল করে এমন স্থানে ল্যাপটপ রেখে কাজ করবেন। সম্ভব হলে কুলার ব্যবহার করতে পারেন, এতে বাতাস বের হয় এবং ল্যাপটপ ঠান্ডা থাকে।

9. শাটডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ব্যবহার করতে পারেন।

10. প্রয়োজন ছাড়া ব্লু-টুথ ও ওয়াই-ফাই সুবিধা বন্ধ রাখুন।

11. সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানোর চেষ্টা করুন, তাহলে ব্যাটারি সচল থাকবে।

12. অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল থেকে বিরত থাকুন এবং অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে দিন।




Many people are now using a portable laptop computer. Taking care of the laptop is much better. Some of the issues might better be able to keep your lyapatapake.

1. Direct electrical connection to the battery to run the laptop without the leave of the screen resolutions.

2. Do not use the laptop in direct sun light. However, it is very fast your laptop is hot can damage any kind.

3. Turn off unnecessary programs to reduce pressure on the processor.

4. Kanektarera occasionally clean the battery connector.

5. Put the plug in the open end of the connection.

6. Tyabagulo necessary to minimize or close the window tyabagulo place.

7. Movie and music from the hard drive will try to run all the time. Laptop CD / DVD - ROM drive of the day.

8. Air bhenatiletarera way that is open and easily ventilated to keep the laptop in place that will work. If possible, you can use the stock, it is the cold air out and the laptop.

9. You can use hibernate instead of shutdown options.

10. Without the need Blue - Bluetooth and Wi - Fi facility to leave.

11. Two to three days a week and try to run the laptop with the battery, the battery is running.

12. Refrain from unnecessary and unwanted software installed, please uninstall the software.

উইন্ডোজ আটের টিপস (Windows 8 Tips)

উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের নানা ধরনের সহজ সুবিধা রয়েছে, যা প্রয়োগের মাধ্যমে দ্রুত কম্পিউটার ব্যবহার করা সম্ভব। এজন্য কিছু বিষয় প্রয়োগ করলেই চলে। 

দ্রুত চালু হবে ডেস্কটপ অ্যাপস: উইন্ডোজ ৮-এর ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত চালু করা যায়। আগের মতো উইন্ডোজ ৮-এ যেকোনো প্রোগ্রাম চালু হতে সময় একটি বেশি নিয়ে থাকে। এ জন্য কম্পিউটার চালু হতেও সময় লাগে বেশি। চালু হওয়ার (বুট) সময় কমিয়ে নিন Win Key+R চেপে রান চালু করুন। এখানে REGEDIT লিখে এন্টার করুন। 

এবার HKEY^CURRENT^USER>Software>Microsoft>Windows>CurrentVersion>Explorer>Serialize খুঁজে নিন (Serialize না থাকলে নতুন করে তৈরি করুন)।  By Click Right Button of Mouse  New> DWORDValue গিয়ে StartupDelayInMSec নামে একটি কি-ওয়ার্ড বানিয়ে নিন। এবার StartupDelayInMSec দুই ক্লিক করে খুলে Value ঘরে 0 লিখে OK করুন। যদি আগে থেকেই এটি সেট করা থাকে, তাহলে ভ্যালু হিসেবে 0 লিখে দিন। কম্পিউটার আবার চালু করুন। এখন দেখবেন ডেস্কটপের যেকোনো অ্যাপস দ্রুত চালু হবে। 

উইন্ডোজ ৭-এর স্টার্ট মেনু ফিরিয়ে আনুন: উইন্ডোজ ৮-এর নতুন স্টার্ট মেনু পছন্দ হচ্ছে না? যদি উইন্ডোজ ৭-এর স্টার্ট মেনু ফিরিয়ে আনতে চান, তাহলে ক্লাসিক শেল সফটওয়্যার ব্যবহার করে সহজে কাজটি করতে পারবেন। এটি পাওয়া যাবে www.classicshell.net ঠিকানা। এটি ইনস্টল করলে উইন্ডোজ ৭-এর স্ট্যান্ডার্ড স্টার্ট মেনুর যাবতীয় সুবিধা পাবেন।

Windows 8 operating system has the advantage of simple types, which can be accessed through the computer. We have implemented some of the game.

On the desktop apps in Windows 8 -'s desktop can be launched quickly applicatation priority. Restore Windows 8 - at more than one program at a time to be there. It takes time for the computer to run more hateo. Start (boot) the lowering of the Win Key + R and press Start. Here you enter REGEDIT. The HKEY ^CURRENT^USER>Software>Microsoft>Windows> CurrentVersion> Explorer> Serialize Find (Serialize does not create any new). Pressing the left mouse New> DWORD Value and StartupDelayInMSec a key - Make sure Word. Click to open the Value of the StartupDelayInMSec 0, then click OK. If it is already set, enter 0 as the value. Turn on the computer again. To see any desktop apps will run faster.

Windows 7 - Restore the Start Menu in Windows 8 - the new Start menu is like? If Windows 7 - want to restore the Start menu, then uses the classic shell software, you can easily do. It can be found in the www.classicshell.net. If you install it in Windows 7 - the standard Start menu, you will find all the facilities.