ADD

Monday, April 7, 2014

পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকা বন্ধ করতে

পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকা নতুন কোন সমস্যা নয়। এই ভাইরাস যন্ত্রনায় অনেকেই প্রচণ্ড বিরক্ত। পেনড্রাইভের মাধ্যমে যে ভাইরাস ছড়ায় তা বেশিরভাগই ট্রোজান জেনারেশনের। এগুলোকে সাধারণত ওয়ার্ম বলা হয়। এই ওয়ার্মগুলোর মধ্যে কোন কোনটি আপনার পিসির উপর একসেসকে ইন্টারনেটে উন্মুক্ত করে দেয়।
এছাড়া ফোল্ডার অপশন গায়েব হওয়া, হিডেন ফাইল শো না করা অথবা কোন নির্দিষ্ট সিস্টেম ফোল্ডার একসেস করতে না দেওয়া কিংবা রেজিষ্ট্রি এডিটর বা সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি খুলতে না দেওয়া এই ভাইরাসগুলোর খুব সাধারণ লীলা। অনেকেই অনেক এন্টিভাইরাস ব্যবহার করেও মাঝে মাঝে এই সমস্যা সমাধান করতে পারেন না। ভাইরাস যে কখন ঢুকলো তাও বুঝতে পারেন না অনেকে।
পেনড্রাইভের মাধ্যমে ছাড়ানো ভাইরাস থেকে আপনার পিসিকে যদি মুক্ত রাখতে চান তাহলে নিচের নিয়মগুলো অনুস্মণ করুন:
(১) ড্রাইভের প্রপার্টিতে গিয়ে সেই ড্রাইভের আটোরান বন্ধ করলেই এটি পুরোপুরি বন্ধ হয় না। ফলে উইন্ডোজের আটোরান সার্ভিস পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য
Start > Settings > Control panel > Administrative tools > Services
-এ যান। সেখানে লিস্ট থেকে Shell Hardware Detection খুঁজে বের করে এর উপর ডাবল ক্লিক করে তার প্রপার্টিজে যান। সেখানে প্রথমে Startup type এর কম্বোবক্স এর লিস্ট থেকে Disabled সিলেক্ট করুন। এর পর Stop বাটনে ক্লিক করে Ok করুন। এর ফলে উইন্ডোজের অটোরান সার্ভিসটি পুরোপুরি বন্ধ হবে। এই কাজটি বার বার করতে হবে না, একবার করলেই হবে।

(২) পেনড্রাইভে ভাইরাস আছে কিনা সে সম্পর্কে যদি নিশ্চিত না থাকেন তাহলে কখনই মাই কম্পিউটারে গিয়ে ডাবল ক্লিক করে সেটি ওপেন করবেন না। ওপেন করতে হবে Start > Programs > Accessories- গিয়ে Windows Explorer । দেখুন বামে ও ডানে একটি করে লিস্ট রয়েছে। বাম পাশের লিস্টকে ট্রি-ভিউ লিস্ট বলা হয়। ট্রি-ভিউ লিস্টে মাই কম্পিউটারের উপর সিঙ্গেল ক্লিক করলে তা এক্সপ্যান্ড হবে। এই ভাবে ট্রি-ভিউ লিস্টে যেই ফোল্ডার বা ড্রাইভের উপর ক্লিক করা হবে সেই ফোল্ডার অথবা ড্রাইভের ভেতরে যেই ফোল্ডারসমূহ রয়েছে তা তার নিচেই খুলে যাবে আর ডানের লিস্টে খুলবে তার ভেতরের ফাইল এবং ফোল্ডার। পেনড্রাইভের ক্ষেত্রে ফোল্ডার খুলতে অবশ্যই ট্রি-ভিউ লিস্ট ব্যাবহার করুন। আর ফাইল খুলতে ডান পাশের লিস্ট ব্যবহার করুন। ভুল করেও ডান পাশের লিস্ট থেকে কোন ফোল্ডারের উপর ডাবল ক্লিক করে ফোল্ডার ওপেন করবেনা। তাহলে সেই ফোল্ডারে ভাইরাস থাকলে সেটা অটোরান হয়ে আপনার পিসিকে আক্রমণ করবে।
(৩) পিসিতে পেনড্রাইভ ঢোকানোর পর প্রথমেই এক্সপ্লোরার -এ গিয়ে ট্রি-ভিউ লিস্ট থেকে পেনড্রাইভের উপর ডান ক্লিক করে এন্টিভাইরাস দিয়ে তা চেক করে নিন। এন্টিভাইরাস দ্বারা যদি কোন ভাইরাস ধরা না পড়ে তাহলেও নিশ্চিন্ত হবেন না।
উপরে বলে দেওয়া নিয়মের মত করে পেনড্রাইভ একসেস করুন। (ইচ্ছে করলে এক্সপ্লোরারের একটি শর্টকাট ডেক্সটপে তৈরী করে নিতে পারেন)
(৪) পেনড্রাইভে কপি করার  জন্য (Right Click) করে মেনু থেকে সেন্ড টু এর মাধ্যমে পেনড্রাইভে সেন্ড করে দিন। প্রয়জন না থাকলে পেনড্রাইভ ওপেন করবেন না।
প্রত্যেকবার পেনড্রাইভ ব্যবহারের সময় উপরের এই বিষয়গুলি ভালোভাবে খেয়াল রাখুন। তেমন কঠিন কিছু নয়, একটু সতর্ক থাকুন – ভাইরাস ঢুকবেনা।

পিসির সব ধরনের ভাইরাস দূর করার উপায়

কম্পিউটার ব্যাবহারকারীর মধ্যে আমরা অনেকেই জানি উইন্ডোজ সেটাপ দিলে শুধু সিস্টেম ড্রাইভ অর্থাৎ যে ড্রাইভে অপারেটিং সিস্টেম ইন্সটল করা আছে সেটি ফরম্যাট হয়। অন্য ড্রাইভগুলো অপরিবর্তিত থাকে। ফলে সিস্টেম ড্রাইভে যদি ভাইরাস থাকে, তা ডিলিট হয়ে যায়, কিন্তু অন্য ড্রাইভের ভাইরাস গুলো আগের মতই পিসিতে সংসার বেঁধে বসে থাকে। তার উপর অনেক ভাইরাস এতই মারাত্বক হয় যে, যার জন্য এন্টিভাইরাসই ইন্সটল করা যায় না।

পিসি ফরম্যাট করা ছাড়া ভাইরাস তাড়ানোর উপায়
সাধারণত যে সকল ভাইরাস আপনার পিসিতে এন্টিভাইরাস ইন্সটল করতে দেয় না বা আপনার এন্টিভাইরাস দিয়েও যায়না তার কারণ, তারা আপনার পিসিতে সক্রিয় আছে বলেই এন্টিভাইরাস ইন্সটল করা থেকে বিরত রাখতে পারে আর আপনার এন্টিভাইরাস এর ক্ষমতাকেও হারাতে পারে। সুতরাং, এমন কিছু করতে হবে যেন, ভাইরাসগুলো সক্রিয় না থাকে।
পিসিতে ভাইরাস তখনই সক্রিয় হয়, যখন আপনি পিসির ড্রাইভগুলো ওপেন করেন। ধরুন, আপনার পিসিতে সিস্টেম ড্রাইভ ছাড়া অন্য ড্রাইভে ভাইরাস আছে। এখন আপনি যদি ওইন্ডোজ সেটাপ দিয়ে আবার আপনার ড্রাইভগুলো ওপেন করেন, তাহলে ভাইরাসগুলো আবার সক্রিয় হবে।

ভাইরাস দূর করার উপায়
১)  প্রথমেই উইন্ডোস সেটাপ দিন।
২)  এখনি মাদারবোর্ডের সিডির সফটওয়্যারগুলো (সাউন্ড, ল্যান, চিপসেট, ভিডিও) ইন্সটল করবেন না।
৩)  ওইন্ডোজ সেটাপের পরে প্রথম যখন কম্পিউটারটি অন করবেন তখন “MY Computer” এ বা এর কোনো ড্রাইভেও যাবেন না। এর ফলে আপনার পিসির ভাইরাস সক্রিয় হবে না।
৪)  এখন এন্টিভাইরাসের সিডি অথবা পেনড্রাইভ থেকে এন্টিভাইরাস সফ্টওয়্যারটি ইন্সটল করুন। পেনড্রাইভ কম্পিউটারে প্রবেশ করানোর সময় shift প্রেস করে রাখুন যেন তা নিজ থেকেই ওপেন না হয়।
৫)  এখন “MY Computer” এর প্রত্যেকটি ড্রাইভ থেকে স্ক্যান করলেই ভাইরাস মুক্ত হয়ে যাবে। তবে সতর্ক থাকতে হবে যে স্ক্যান করার আগে যেন কোন ড্রাইভ ওপেন না হয়। এতে অন্যড্রাইভের ভাইরাস সক্রিয় হয়ে যেতে পারে।
এই নিয়মে আপনার কম্পিউটারের অনেক ভাইরাস চলে যাবে। আর আপনার উইন্ডোস এর সিডি যদি Auto-Mother Board Software গুলো ইন্সটল করে তবে আপনাকে এমন এক সিডি নিতে হবে যেটা তা করেনা। একবার কাজটা করে ফেলে আপনি আবার আপনার পছন্দের ভার্সন এ চলে যেতে পারেন।


ঘরে বসেই করুন গ্রাফিক্স কোর্স


সৃজনশীলকাজে সকলের আগ্রহ একটু বেশি থাকে। আর সাথে যদি আয় করা যায়, তাহলেতো কথাই নাই। সেজন্যই গ্রাফিক্স কাজে অনলাইনে ক্যারিয়ার গড়তে সকলের মনে আগ্রহ একটু বেশি দেখা যায়। তাছাড়া পেশা হিসেবে একজন গ্রাফিক্স ডিজাইনার হতে গেলে শিক্ষাগত যোগ্যতা খুব বড় বাধা নয়। ক্রিয়েটিভ আইটির প্রাক্তন স্টুডেন্টদের মধ্যে জরিপ চালিয়ে দেখা গেছে, একজন গ্রাফিক্স ডিজাইনার অনলাইনে কাজ করে মাসে আয় করে গড়ে ৩০,০০০ -৫০,০০০টাকা এবং লোকাল মার্কেটে চাকুরী করলে আয় করছে গড়ে ১৫,০০০ – ৩০,০০০ টাকা। গ্রাফিক্স ডিজাইনার পেশাটি যেমন সম্মানজনক তেমনি নিরাপদ পেশা। নিরাপদ বলার কারণ হলো অনলাইনের অন্যান্য সব পেশার সাথে তুলনা করলে গ্রাফিক্সে কাজের ক্ষেত্র অনেক বেশি।বিড করে কাজ করার পাশাপাশি প্রতিযোগিতাতে অংশগ্রহন করে কিংবা ডিজাইন বিক্রি করে অনেকগুলো বিখ্যাত মার্কেটপ্লেস থেকে আয় করা যায়। আর এসব মার্কেটপ্লেস থেকে কাজ করতে কোন ধরনের পুরানো অভিজ্ঞতা কিংবা ফিডব্যাকেরও প্রয়োজন নেই।

শুধুমাত্র গ্রাফিকসের কাজ হয়, এরকম বিখ্যাত দুটি মার্কেটপ্লেসের নামঃ 99designs.com, themeforest.net
এখন ঘরে বসেই করতে পারেন এই গ্রাফিকস কোর্স।যারা ঢাকার বাইরে কিংবা দেশেরও বাইরে থাকেন। কিংবা হতে পারে ঢাকাতে থাকেন কিন্তু বাইরে গিয়ে কোর্স করা সম্ভব না। তাদের জন্যই সময়ের সেরা ট্রেনিং প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আয়োজন করেছে, অনলাইনে বসে প্রফেশনাল গ্রাফিকস কোর্সের। সর্বাধুনিক লাইভ স্ট্রিমিং প্রযুক্তি ব্যবহার করে এ কোর্স অনলাইনে করানো হয়,  লাইভ স্ট্রিমিং  করবে দেশের বিখ্যাত আনলাইন টিভি webtvnext.com । আর অনলাইনে সরাসরি দেখতে প্রবেশ করুন: webtvnext.com/creativeit ।  যার জন্য মাত্র ২৫৬ কেবিপিএস স্পীড যথেষ্ট। কোর্সে ভর্তি হওয়ার পূর্বে অনলাইনে ২টি ফ্রি ক্লাশ করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।
কোর্সে যা যা শিখানো হবেঃ ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, ফ্লাশ। সাথে আউটসোর্সিং কোর্স ফ্রি থাকে। এ উপলক্ষ্যে ফ্রি গ্রাফিকস সেমিনার অনুষ্ঠিত হবে আগামী ৭ এপ্রিল (সোমবার), সন্ধ্যা ৬টাতে। লোকেশনঃ স্থানঃ মমতাজ প্লাজা (ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে), বাড়ি# ৭, রোড# ৪, ধানমন্ডি, ঢাকা
যে কেউ ফ্রি এখানে অংশগ্রহণ করতে পারবেন। অনলাইনে কোর্সের পদ্ধতি বিষয়ে বিস্তারিত জানার লিংকঃ http://creativeit-inst.com/online_training.php
যে কেউ অফিসে এসেও এই কোর্সে কিংবা ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে পারেন। কোর্সে কিংবা ফ্রি সেমিনারে অংশগ্রহন করতে যোগাযোগ করুনঃ ফোনঃ ০১৬১৪১৩৪৪২৪, ০১৯৭৪১৩৪৪২৪, ০১১৯৩০৯৪৫৪৫